WBBSE Madhyamik Test Papers Question Answer 2018, Madhyamik Test Papers Answer for West Bengal Madhyamik Test Papers.
বিভাগ- ক
১) সঠিক উত্তর নির্বাচন করোঃ(প্রতিটি প্রশ্নের মান- ১)।
১।১ সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে । এটি হলো-
ক) কেমোট্যাকটিক চলন। খ) কেমোন্যাস্টিক চলন।
গ) সিসমোন্যাস্টিক চলন ঘ) কেমোট্রপিক চলন।
উঃ কেমোন্যাস্টিক চলন।
১।২) ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল-
ক) ডিম্বাশয় খ) শুক্রাশয়
গ) পিট্যুইটারি ঘ) হাইপোথ্যালামাস ।
উঃ ক) ডিম্বাশয়।
১।৩) মাছের দেহে কোন পাখনা না থাকলে দেহের ভারসাম্য বজায় থাকবে না-
ক) বক্ষ খ) পৃষ্ঠ
গ) পায়ু ঘ) পুচ্ছ।
উঃ খ) পৃষ্ঠ।
১।৪) নীচের কোন ঘঠনাটি মায়োসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য-
ক) মিয়োসিস বিভাজন দেহকোশে ঘটে।
খ) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একবার বিভাজন ঘটে।
গ) ক্রসিং ওভার ঘটায় প্রজননিক প্রকরণ ঘটে যা বিবর্তনে সহায়ক।
ঘ) দেহ মাতৃকোষ ও অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা অভিন্ন।
উঃ গ) ক্রসিং ওভার ঘটায় প্রজননিক প্রকরণ ঘটে যা বিবর্তনে সহায়ক।
১।৫) কোন জোড়াটি সঠিক-
ক) মিউকর- কনিডিয়া খ) স্পাইরোগাইরা-কোরকোদ্গম।
গ) রাইজোপাস-স্পোরাঞ্জিয়ওরেণু ঘ) ফাইটোপথেরা-দ্বিবিভাজন।
উঃ গ) রাইজোপাস-স্পোরাঞ্জিয়ওরেণু ।
১।৬) মানব পরিস্ফুরণের কোন দশায় দেহে গৌন যৌন লক্ষণ প্রকাশ পায়-
ক) শৈশব খ) বয়সন্ধি
গ) পরিণত দশা ঘ) বার্ধক্য।
উঃ খ) বয়ঃসন্ধি।
১।৭) নীচের কোনটি মানুষের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ-
ক) যুক্ত কানের লতি, খ) রোলিং জিভ।
গ) গাঢ় দেহত্বক। ঘ) কোঁকড়ানো চুল।
উঃ যুক্ত কানের লতি।
১।৮) দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়-
ক) ৩টি খ) ৪টি
গ) ৭টি ঘ) ৯টি
উঃ ৯টি।
১।৯) দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘঠালে প্রথম অপত্য জনুতে (F1) সংকর কালো গিনিপিগ কতগুলি হবে-
ক) ৫০ খ) ২৫
গ) ১০০ ঘ) ৭৫
উঃ ক) ৫০
১।১০) জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন-
ক) মিলার ও ফক্স খ) ওপারিন ও হ্যালডেন
গ) মিলার ও ওয়াটসন ঘ) ওয়াটসন ও ক্রিক।
উ ঃ খ) ওপারিন ও হ্যালডেন।
১।১১) কোন প্রাণীর হৃদপিন্ড একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত-
ক) মাছ, খ) ব্যাঙ
গ) সরীসৃপ ঘ) পক্ষী।
উঃ ক) মাছ।
১।১২) উট বেশ কয়েকদিন জল পান না করে থাকতে পারে কারণ-
ক) RBC বড়ো ও ডিম্বাকার, খ) WBC ছোট ও ডিম্বাকার
গ) RBC ছোট ও ডিম্বাকার। ঘ) RBC অনুপস্থিত।
উঃ ক) RBC বড়ো ও ডিম্বাকার।
১।১৩) নাইট্রিফিকেশনে সাহায্য করে-
ক) ব্যাসিলাস মাইকয়ডিস, খ) নাইট্রোব্যাকটর।
গ) অ্যাজেটোব্যাকটর, ঘ) অ্যাজোলা।
উঃ খ) নাইট্রোব্যাকটর।
১।১৪) কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ-
ক) দূষণ, খ) চোরাশিকার
গ) অতিব্যবহার ঘ) সবগুলি।
উঃ দূষণ।
১।১৫) পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে-
ক) বেথুয়াডহরি, খ) গোরুমারা
গ) বক্সা ঘ) জলদাপাড়া।
উঃ বক্সা।
বিভাগ- খ)
২) নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ
২।১) .........তারারন্ধ্রের বৃদ্ধি বা হ্রাস ঘটিয়ে অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে ।
উঃ আইরিশ।
২।২) গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ...............হাইড্রোজেন বন্ড দিয়ে য
ুক্ত থাকে।
উঃ ৩টি।
২।৩) মটরফুলের সাদা বর্ণ একটি --------বৈশিষ্ট্য।
উঃ প্রচ্ছন্ন।
২।৪) ভন রিয়ারের দ্বারা অনুপ্রাণিত হয়ে হেকেল তাঁর .........সূত্র আবিষ্কার করে।
উঃ বায়োজেনেটিক।
২।৫) শিবপুরের বোটানিক্যাল গার্ডেন---------সংরক্ষণের উদাহরণ।
উঃ এক্সসিটু।
২।৬) ............হলো নাইট্রোজেন সংবদ্ধনকারী ব্যাকটেরিয়া।
উঃ অ্যাজেটোব্যাকটর।
No comments:
Post a Comment