Wednesday 30 May 2018

WBBSE Madhyamik Life Science Question Answer from Test Paper

  Bithika       Wednesday 30 May 2018
WBBSE Madhyamik Test Papers Question Answer 2018, Madhyamik Test Papers Answer for West Bengal Madhyamik Test Papers.


                                       বিভাগ- ক

১) সঠিক উত্তর নির্বাচন করোঃ(প্রতিটি প্রশ্নের মান- ১)।

১।১ সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে । এটি হলো-

ক) কেমোট্যাকটিক চলন। খ) কেমোন্যাস্টিক চলন।

গ) সিসমোন্যাস্টিক চলন ঘ) কেমোট্রপিক চলন।

উঃ কেমোন্যাস্টিক চলন।

১।২) ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল-

ক) ডিম্বাশয়  খ) শুক্রাশয়

গ) পিট্যুইটারি ঘ) হাইপোথ্যালামাস ।

উঃ ক) ডিম্বাশয়।

১।৩)  মাছের দেহে কোন পাখনা না থাকলে দেহের ভারসাম্য বজায় থাকবে না-

ক) বক্ষ   খ) পৃষ্ঠ

গ) পায়ু   ঘ) পুচ্ছ।

উঃ খ) পৃষ্ঠ।

১।৪) নীচের কোন ঘঠনাটি মায়োসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য-

ক) মিয়োসিস বিভাজন দেহকোশে ঘটে।

খ) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একবার বিভাজন ঘটে।

গ) ক্রসিং ওভার ঘটায় প্রজননিক প্রকরণ ঘটে যা বিবর্তনে সহায়ক।

ঘ) দেহ মাতৃকোষ ও অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা অভিন্ন।

উঃ গ) ক্রসিং ওভার ঘটায় প্রজননিক প্রকরণ ঘটে যা বিবর্তনে সহায়ক।

১।৫) কোন জোড়াটি সঠিক-

ক) মিউকর- কনিডিয়া    খ) স্পাইরোগাইরা-কোরকোদ্গম।

গ) রাইজোপাস-স্পোরাঞ্জিয়ওরেণু   ঘ) ফাইটোপথেরা-দ্বিবিভাজন।

উঃ গ) রাইজোপাস-স্পোরাঞ্জিয়ওরেণু ।

১।৬) মানব পরিস্ফুরণের কোন দশায় দেহে গৌন যৌন লক্ষণ প্রকাশ পায়-

ক) শৈশব  খ) বয়সন্ধি

গ) পরিণত দশা ঘ) বার্ধক্য।

উঃ খ) বয়ঃসন্ধি।

১।৭) নীচের কোনটি মানুষের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ-

ক) যুক্ত কানের লতি,  খ) রোলিং জিভ।

গ) গাঢ় দেহত্বক।  ঘ) কোঁকড়ানো চুল।

উঃ যুক্ত কানের লতি।

১।৮) দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়-

ক) ৩টি            খ) ৪টি

গ) ৭টি          ঘ) ৯টি

উঃ ৯টি।

১।৯) দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘঠালে প্রথম অপত্য জনুতে (F1) সংকর কালো গিনিপিগ কতগুলি হবে-

ক) ৫০  খ) ২৫

গ) ১০০  ঘ) ৭৫

উঃ ক) ৫০

১।১০) জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন-

ক) মিলার ও ফক্স  খ) ওপারিন ও হ্যালডেন

গ) মিলার ও ওয়াটসন ঘ) ওয়াটসন ও ক্রিক।

উ ঃ খ) ওপারিন ও হ্যালডেন।

১।১১) কোন প্রাণীর হৃদপিন্ড  একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত-

ক) মাছ, খ) ব্যাঙ

গ) সরীসৃপ  ঘ) পক্ষী।

উঃ ক) মাছ।

১।১২) উট বেশ কয়েকদিন জল পান না করে থাকতে পারে কারণ-

ক) RBC বড়ো ও ডিম্বাকার,  খ) WBC ছোট ও ডিম্বাকার

গ) RBC ছোট ও ডিম্বাকার। ঘ) RBC অনুপস্থিত।

উঃ ক) RBC বড়ো ও ডিম্বাকার।

১।১৩) নাইট্রিফিকেশনে সাহায্য করে-

ক) ব্যাসিলাস মাইকয়ডিস, খ) নাইট্রোব্যাকটর।

গ) অ্যাজেটোব্যাকটর, ঘ) অ্যাজোলা।

উঃ খ)  নাইট্রোব্যাকটর।

১।১৪) কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ-

ক) দূষণ, খ) চোরাশিকার

গ) অতিব্যবহার  ঘ) সবগুলি।

উঃ দূষণ।

১।১৫) পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে-

ক) বেথুয়াডহরি,  খ) গোরুমারা

গ) বক্সা  ঘ) জলদাপাড়া।

উঃ বক্সা।

বিভাগ- খ)

২) নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ

২।১) .........তারারন্ধ্রের বৃদ্ধি বা হ্রাস ঘটিয়ে অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে ।

উঃ আইরিশ।

২।২) গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ...............হাইড্রোজেন বন্ড দিয়ে য
ুক্ত থাকে।

উঃ ৩টি।

২।৩) মটরফুলের সাদা বর্ণ একটি --------বৈশিষ্ট্য।

উঃ প্রচ্ছন্ন।

২।৪) ভন রিয়ারের দ্বারা অনুপ্রাণিত হয়ে হেকেল তাঁর .........সূত্র আবিষ্কার করে।

উঃ বায়োজেনেটিক।

২।৫) শিবপুরের বোটানিক্যাল গার্ডেন---------সংরক্ষণের উদাহরণ।

উঃ এক্সসিটু।

২।৬) ............হলো নাইট্রোজেন সংবদ্ধনকারী ব্যাকটেরিয়া।

উঃ অ্যাজেটোব্যাকটর।
logoblog

Thanks for reading WBBSE Madhyamik Life Science Question Answer from Test Paper

Previous
« Prev Post

No comments:

Post a Comment