Monday 11 June 2018

Environment Science General Knowledge Question and Answer in Bengali

  Bithika       Monday 11 June 2018
Enviroment GK in Bengali, Enveromentalism GK Question and Answer in Bengali.
Environment Science General Knowledge Question and Answer with PDF
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
উঃ ৫ ই জুন
বিশ্ব প্রাণীবিকাশ পালিত হয় কোন দিনটিতে?
উঃ ৪ঠা অক্টোবর
বিশ্ব জলদিবস পালিত হয় কোন দিনটিতে?
উঃ ২৩ শে মার্চ।
বিশ্বের বৃহৎ বৈচিত্র্যপূর্ণ দেশ কয়টি?
উঃ ১২টি।
বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় কোথায়?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।
মিনামাটা রোগের জন্য দায়ী কী?
উঃ মিথাইল পারদ সংক্রমণ।
বিশ্বে পাখি প্রজাতির সংখ্যা হিসাবে ভারতের স্থান কত?
উঃ অষ্টম।
গ্রিন বেঞ্চ কী?
উঃ কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির বেঞ্চ।
গ্রিন হাউস গ্যাস কোনটি?
উঃ মিথেন।
একটি বিকল্প শক্তি উৎসের নাম বলো।
উঃ সৌরশক্তি।
১৯৮৪ সালে ভারতের কোথায় গ্যাস দূর্ঘটনা ঘটেছিল।
উঃ ভূপালে।
বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিওতে, ১৯৯২ সালে।
ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে?
উঃ সূর্যের অতিবেগুনী রশ্মি।
অরণ্যসপ্তাহ পালন করা হয় কবে?
উঃ ১৪-২০ জুলাই।
অগ্ন্যুৎপাতের সময় কোন বায়ু দূষক গ্যাস উৎপন্ন হয়?
উঃ কার্বন মনোক্সাইড।
ডায়নোসোর বিলুপ্ত হয় কত বছর আগে?
উঃ ১৯.৫ কোটি বছর আগে।
আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি?
উঃ শৈবাল।
আমরা বাস করছি যে অধিযুগে তার নাম কী?
উঃ হলোসিন।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ প্যারিসে।
ইকোলজি শব্দটির অর্থ কী?
উঃ বসবাসের জ্ঞান।
ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ ট্রানসলে।
ফ্রিজ তৈরির কারখানা থেকে কী নির্গত হয়?
উঃ ক্লোরোফ্লুরো কার্বন।
নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি কবে গঠিত হয়?
উঃ ১৯৮৯ সালে।
পরিবেশ বিয়োজক কোনটি?
উঃ ব্যাক্টেরিয়া।
পরিবেশ আইন কোন সালে তৈরি হয়েছিল?
উঃ ১৯৮৬ সালে।
পরিবেশ দূষণ করে এমন একটি বিদ্যুৎশক্তির উদাহরণ দাও।
উঃ তাপবিদ্যুৎ শক্তি।
পরিবেশ বন মন্ত্রক কবে গঠিত হয়?
উঃ ১৯৮০ সালে।
পরিবেশ সুরক্ষা আইনটি প্রণয়ন করা হয় কবে?
উঃ ১৮৫৬ সালে।
পরিবেশের একটি জড় উপাদানের নাম লেখো।
উঃ মাটি।
ওজোনস্তর ধংসের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম লেখো।
উঃ CFC
ওজন গ্যাস কী বর্ণের হয়?
উঃ হালকা নীল বর্ণের।
ওজনস্তরের ঘনত্ব মাপার একক কী?
উঃ ডবসন।
সুনামী কথার অর্থ কী?
উঃ উপকূলবর্তী তরঙ্গ।
জল দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
উঃ কলেরা।
জীবনের উৎপত্তি প্রথম কোথা ঘটেছিল?
উঃ জলে।
I think you might like also this book which collected from the internet. Download the book from the link below.
বইটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন :

Download Full Environment Science PDF in Bengali

You can also download another GK PDF Book:


If you have any query about this general knowledge question and answer, please comments in the box below. 
logoblog

Thanks for reading Environment Science General Knowledge Question and Answer in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment