Friday 17 August 2018

Online Mock Test in Bengali | General Science Online Test in Bengali (Part-2) |

  Bithika       Friday 17 August 2018

Online Mock Test in Bengali | General Science Online Test in Bengali (Part-2) |

সাধারণ বিজ্ঞান । অংশ ২


  1. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

  2. টাংস্টেন
    নাইক্রম
    গ্রাফাইট
    ইস্পাতের তার

  3. নিচের কোনটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়?

  4. লিথিয়াম
    সোডিয়াম
    ফ্রানসিয়াম
    সীরিয়াম

  5. সোডিয়াম কে কিসের মধ্যে সংরক্ষণ করা হয়?

  6. পেট্রল
    অ্যালকোহল
    জল
    কেরোসিন

  7. শুস্ক বরফ হল

  8. প্রচন্ড শক্ত বরফ
    কঠিন কার্বন ডাই অক্সাইড
    কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
    ক্যালসিয়াম অক্সাইড

  9. বালির (sand) রাসায়নিক নাম কি?

  10. সিলিকন অক্সাইড
    সিলিকা
    সিলিকন ডাই অক্সাইড
    . সিলিকন পারক্সাইড

  11. পটাসিয়াম নাইট্রেট কোথায় ব্যবহার করা হয়?

  12. সারে
    লবনে
    কাঁচে
    ওষুধে

  13. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি?

  14. হিরে
    সোনা
    প্ল্যাটিনাম
    ইস্পাত

  15. নিচের কোনটি পিচ্ছিলকারক হিসেবে ব্যবহৃত হয়?

  16. গ্রাফাইট
    সীসা
    সিলিকা
    ডায়মন্ড

  17. গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোন গ্যাসগুলি ব্যবহার করা হয়?

  18. অক্সিজেন ও হাইড্রোজেন
    অক্সিজেন ও নাইট্রোজেন
    অক্সিজেন, এসিটিলিন ও আর্গন
    অক্সিজেন ও এসিটিলিন

  19. আলোক বর্ষ কিসের একক?

  20. আলোক
    দূরত্ব
    সময়
    আলোক তরঙ্গ

logoblog

Thanks for reading Online Mock Test in Bengali | General Science Online Test in Bengali (Part-2) |

Previous
« Prev Post

No comments:

Post a Comment