Saturday, 30 March 2019

সাধারণ জ্ঞান(Bangla GK): পশ্চিমবঙ্গের প্রথম বাঙালী পুরুষঃ

  Bithika       Saturday, 30 March 2019

সাধারণ জ্ঞান(Bangla GK):  পশ্চিমবঙ্গের  প্রথম বাঙালী পুরুষঃ



বিলাত যাত্রীঃ রাজা রামমোহন রায়

গ্র্যাজুয়েটঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

ডেপুটি ম্যাজিস্ট্রেটঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তকঃ মাইকেল মধুসূদন দত্ত।

জাতী কংগ্রেসের সভাপতিঃ উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়।

বহুভাষাবিদঃ হরিনাথ দে।

নোবেল পুরুষ্কার প্রাপকঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রিভি কাউন্সিলের সদস্যঃ স্যার বি সি মিত্র

স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদঃ ক্ষুদিরাম বসু।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডি এস সিঃ আচার্য জগদীশচন্দ্র।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি এস সিঃ রসিক লাল মিত্র

ব্যারিস্টারঃ জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর

ব্যারিস্টারি পরীক্ষায় প্রথমঃ নৃপেন্দ্রনাথ সরকার

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিঃ স্যার রমেশচন্দ্র মিত্র

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিঃ বিজন কুমার মুখোপাধ্যায়

অ্যাডভোকেট জেনারেলঃ স্যার ব্রজেন্দ্রলাল মিত্র

প্রথম আই সি এসঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর

প্রথম আই সি এস পদত্যাগকারীঃ সুভাষচন্দ্র বসু

প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারীঃ মিহির সেন

প্রথম ভারতের বাইরে হিন্দু ধর্মের প্রচারকঃ স্বামী বিবেকানন্দ

প্রথম ব্রিটেনে বাংলা নাটক অভিনয় করেনঃ শিশির কুমার ভাদুড়ী ও তার সহ শিল্পীবৃন্দ

প্রথম বাঙালী সেনাধ্যক্ষঃ কর্নেল সুরেশ বিশ্বাস

প্রথম নৃত্যশিল্পে খ্যাতিসম্পন্ন বাঙালীঃ উদয়শঙ্কর

প্রথম সেতার শিল্পীরুপে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত বাঙালীঃ রবিশঙ্কর

সাইকেলে পৃথিবী ভ্রমণ করেনঃ রামনাথ বিশ্বাস

যাদুবিদ্যায় প্রথম খ্যাতিসম্পন্ন বাঙালীঃ পি সি সরকার

প্রথম ইঞ্জিনিয়ারঃ নীলমণি মিত্র

চলচ্চিত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালীঃ সত্যজিত রায়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডি লিট এর অধিকারীঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম বাঙলায় হরফ নির্মাণকারীঃ পঞ্চানন কর্মকার

প্রথম অ্যাকাদেমি পুরুষ্কার লাভ করেনঃ জীবনানন্দ দাস

প্রথম ম্যাগসেসে পুরুস্কার লাভ করেনঃ অমিতাভ চৌধুরি

প্রথম বাঙলা ভাষায় উপন্যাস লেখকঃ টেকচাঁদ ঠাকুর

প্রথম জ্ঞানপীঠ পুরুস্কার প্রাপকঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

প্রথম রবীন্দ্র পুরুস্কার প্রাপকঃ নীহারঞ্জন রায়



পশ্চিমবঙ্গের প্রথম বাঙালী মহিলা

প্রথম গ্র্যাজুয়েটঃ কাদম্বনী গাঙ্গুলী এবং চন্দ্রমুখী বসু

প্রথম এম এঃ চন্দ্রমুখী বসু

প্রথম পি এইচ ডিঃ প্রভাবতী দাশগুপ্ত

প্রথম ডাক্তারঃ কাদম্বনী গাঙুলী

প্রথম শহীদঃ প্রীতিলতা ওয়েদ্দাদার

প্রথম ঔপন্যাসিকঃ স্বর্ণকুমারী বসু

প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারঃ ইলা মজুমদার

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলোঃ সরলা রায়

প্রথম বিলাত যাত্রীঃ রাজকুমারী বন্দ্যোপাধ্যায়

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঃ ড.রমা মজুমদার

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রথমঃ কনক পুরকায়স্থ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারঃ বিভা মজুমদার

প্রথম মহিলা কংগ্রেস সভাপতিঃ সরোজিনী নাইডু

প্রথম মহিলা মুখ্যমন্ত্রীঃ সুচেতা কৃপালিনী

প্রথম পত্রিকা সম্পাদিকাঃ ভুবনমোহনী দেবী

সাঁতারে ইংলিশ চ্যানেল পারঃ আরতি সাহা

প্রথম মহিলা মেয়রঃ সন্ধ্যা চট্টোপাধ্যায়

অ্যাম্বুলেন্স চালকঃ প্রতিমা পাল চৌধুরী

প্রথম ব্যারিস্টারঃ রেজিনা গুহ

প্রথম মহিলা জেলাশাসকঃ রানু ঘোষ

প্রথম সিনেমার অভিনেত্রীঃ কঙ্কাবতী সাহু

প্রথম ব্যাটমিন্টন সিঙ্গলস খেতাব লাভঃ মধুমিতা গোস্বামী

প্রথম কম বয়সী মহিলা স্নাতকঃ বাণী ঘোষ ( ১৪ বছর ৩ মাস)

ভালো লাগলে শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাইটি নিয়মিত ভিজিট করুন।
logoblog

Thanks for reading সাধারণ জ্ঞান(Bangla GK): পশ্চিমবঙ্গের প্রথম বাঙালী পুরুষঃ

Previous
« Prev Post

No comments:

Post a Comment