Sunday 24 March 2019

সাধারণ জ্ঞান(Bengali General Knowledge): কে কোন বিষয়ের জনক?

  Bithika       Sunday 24 March 2019

সাধারণ জ্ঞান(Bengali General Knowledge): কে কোন বিষয়ের জনক?




১। বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- থ্যালিস 

২। জীব বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- এরিস্টটল 

৩। প্রাণী বিজ্ঞানের জনক কে? 

উত্তরঃ- এরিস্টটল 

৪। রসায়ন বিজ্ঞানের জনক কে?

 উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান 

৫। পদার্থ বিজ্ঞানের জনক কে? 

উত্তরঃ- আইজ্যাক নিউটন 

৬। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে? 

উত্তরঃ- এরিস্টটল 

৭। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী 

৮। অর্থনীতির জনক কে? 
উত্তরঃ- এডাম স্মিথ 

৯। আধুনিক অর্থনীতির জনক কে? 

উত্তরঃ- পল স্যামুয়েলসন 

১০। সমাজ বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- অগাস্ট কোঁৎ 

১১।গণতন্ত্রের জনক কে? 
উত্তরঃ- জন লক 

১২। হিসাব বিজ্ঞানের জনক কে? 

উত্তরঃ- লুকাপ্যাসিওলি 

১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- ইবনে সিনা 

১৪। দর্শন শাস্ত্রের জনক কে? 

উত্তরঃ- সক্রেটিস 

১৫। ইতিহাসের জনক? 

উত্তরঃ- হেরোডোটাস 

১৬। ভূগোলের জনক কে? 

উত্তরঃ- ইরাটস থেনিস 

১৭। গণিতের জনক কে? 
উত্তরঃ- আর্কিমিডিস 

১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- ল্যামব্রাসো 

১৯। মেডিসিনের জনক কে? 
উত্তরঃ- হিপোক্রেটিস 

২০। জ্যামিতির জনক কে? 
উত্তরঃ- ইউক্লিড 

২১। বীজ গণিতের জনক কে? 
উত্তরঃ- আল খাওয়ারেজমী 

২২। জীবাণু বিদ্যার জনক কে? 
উত্তরঃ- লুই পাস্তুর 

২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
 উত্তরঃ- চার্লস ডারউইন 

২৪। সনেটের জনক কে? 
উত্তরঃ- পের্ত্রাক 

২৫। বাংলা সনেটের জনক কে?
 উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত 

২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে? 
উত্তরঃ- হার্বাট স্পেন্সর 

২৭। বংশগতি বিদ্যার জনক কে? 
উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল 

২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে? 
উত্তরঃ- কারোলাস লিনিয়াস 

২৯। শরীর বিদ্যার জনক কে? 
উত্তরঃ- উইলিয়াম হার্ভে 

৩০। ক্যালকুলাসের জনক কে? 
উত্তরঃ- আইজ্যাক নিউটন 

৩১। বাংলা গদ্যের জনক কে? 

উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর 

৩২। বাংলা উপন্যাসের জনক কে? 
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

৩৩। বাংলা নাটকের জনক কে? 
উত্তরঃ- দীন বন্ধু মিত্র 

৩৪। ইংরেজী কবিতার জনক কে? 
উত্তরঃ- জিওফ্রে চসার 

৩৫। মনোবিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- উইলহেম উন্ড 

৩৬। বাংলা চলচিত্রের জনক কে? 
উত্তরঃ- হীরালাল সেন 

৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
 উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর 

৩৮। আধুনিক রসায়নের জনক কে? 
উত্তরঃ- জন ডাল্টন 

৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- রজার বেকন 

৪০।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
 উত্তরঃ- হেনরী ফেওল 

৪১। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? 
উত্তরঃ- জর্জ বার্নার্ড শ 

৪২। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- ল্যাভয়সিয়ে 

৪৩।পারমানবিক বোমার জনক কে? 
উত্তরঃ- ওপেন হাইমার 

৪৪। তেজস্ক্রিয়তার জনক কে? 
উত্তরঃ- হেনরি বেকরেল 

৪৫। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন 

৪৬। গতি বিদ্যার জনক কে? 
উত্তরঃ- গ্যালিলিও 

৪৭। হাইড্রোজেন বোমার জনক কে? 
উত্তরঃ - অ্যাডওয়ার্ড টেলর 

৪৮। কম্পিউটারের জনক কে? 
উত্তরঃ- চার্লস ব্যাবেজ 

৪৯। ই-মেইল এর জনক কে? 
উত্তরঃ- রে টমলিনসন 

৫০। লেজার এর জনক কে? 
উত্তরঃ- মেইম্যান 

৫১। www বা world wide web এর জনক কে? 
উত্তরঃ- টিম বার্ণাস লি 

৫২। হোমিও শাস্ত্রের জনক কে? 
উত্তরঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান 

৫৩। টেস্ট টিউব বেবির জনক কে? 
উত্তরঃ- আর জে এডওয়ার্ড 

৫৪। অলিম্পিকের জনক কে? 
উত্তরঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে 

৫৫। সমাজ বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- অগাস্ট কোত্ 

৫৬। সমাজ কর্মের জনক কে?
 উত্তরঃ- জন অ্যাডামস 

৫৭। কমিউনিজমের জনক কে? 
উত্তরঃ- কার্ল মার্কস 

৫৮। ফ্যাসিজমের জনক কে? 
উত্তরঃ- মুসোলীনি 

৫৯। ইন্টারনেটের জনক কে? 
উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ 

৬০। মাইক্রোসফটের জনক কে? 

উত্তরঃ- বিল গেটস

 ৬১। মোবাইল ফোনের জনক কে? 
উত্তরঃ- মার্টিন কুপার 

৬২। গুগলের জনক কে? 
উত্তরঃ- সার্জেই বিন 

৬৩। ফেসবুকের জনক কে? 
উত্তরঃ- মার্ক জুকারবার্গ 

৬৪। টুইটারের জনক কে? 
উত্তরঃ- জ্যাক ডোরসেই 

৬৫। আধুনিক ল্যাপটপের জনক কে? 
উত্তরঃ- বাল মেগারিজ 

৬৬। ATM-এর জনক কে? 
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন 

৬৭। আধুনিক শিক্ষার জনক কে? 
উত্তরঃ- সক্রেটিস 

৬৮। এনাটমির জনক কে ?
 উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস 

৬৯। ফিনান্সের জনক কে? 
উত্তরঃ- এ্যারোরা 

৭০। হিসাব বিজ্ঞানের জনক কে? 

উত্তরঃ- লুকা প্যাসিওলি 

৭১। মার্কেটিং এর জনক কে? 
উত্তরঃ- ফিলিপ কোটলার


 ৭২। ব্যাংকিং এর জনক কে? 
উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন 

৭৩। ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে? 
উত্তরঃ- হেনরী ফাওল 

৭৪। রেডিও বা বেতারের জনক কে? 
উত্তরঃ- মার্কনী 

৭৫। বাই সাইকেলের জনক কে? 
উত্তরঃ- কার্ল ভ্যান ড্রেইস 

৭৬। আমেরিকার জনক কে? 

উত্তরঃ- জর্জ ওয়াশিংটন
logoblog

Thanks for reading সাধারণ জ্ঞান(Bengali General Knowledge): কে কোন বিষয়ের জনক?

Previous
« Prev Post

No comments:

Post a Comment