Thursday 28 March 2019

সাধারণ জ্ঞান(Bengali GK): বিভিন্ন কবি ও সাহিত্যিকের ছদ্মনাম

  Bithika       Thursday 28 March 2019

সাধারণ জ্ঞান(Bengali GK):  বিভিন্ন কবি ও সাহিত্যিকের ছদ্মনাম



1. পঞ্চানন → ইন্দ্রনাথ বন্ধোপাধ্যায়

2. নবকুমার কবিরত্ন → সত্যেন্দ্রনাথ দত্ত

3. নীহারিকা দেবী → অচিন্তকুমার সেনগুপ্ত

4. অপরাজিতা দেবী → রাধারানী দেবী

5. কালপেঁচা → বিনয় ঘোষ

6. জরাসন্ধ → চারুচন্দ্র চক্রবর্তী

7. যাযাবর → বিনয় মুখোপাধ্যায়

8. ভানুসিংহ → রবীন্দ্রনাথ ঠাকুর

9. নীলকন্ঠ → দীপ্তেন্দ্র সান্যাল

10. বিরূপাক্ষ → বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

11. নীললোহিত → সুনীল গঙ্গোপাধ্যায়

12. বীরবল → প্রমথ চৌধুরী

13. স্বপনবুড়ো → অখিল নিয়োগী

14. বেদুইন → দেবেশ রায়

15. হুতুম পেঁচা → কালীপ্রসন্ন সিংহ

16. টেকচাঁদ ঠাকুর → প্যারীচাঁদ মিত্র

17. মৌমাছি → বিমল চন্দ্র ঘোষ

18. পরশুরাম → রাজশেখর বসু

19. বানভট্ট → নীহাররঞ্জন গুপ্ত

20. রূপদর্শী → গৌরকিশোর ঘোষ

21. শংকর → মণিশংকর মুখোপাধ্যায়

22. বনফুল → বলাই চাঁদ মুখোপাধ্যায়

23. অনিলা দেবী → শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

24. ত্রিলোচন কলমচী → আনন্দ বাগচী

25. মানিক বন্দোপাধ্যায় → প্রবোধ বন্দোপাধ্যায়

26. দৃষ্টিহীন → মধুসূদন মজুমদার

27. সত্য সুন্দর দাস → মোহিত লাল মজুমদার

28. কালকূট / ভ্রমর → সমরেশ বসু

29. কাকাবাবু → প্রভাত কিরণ বসু

30. কমলাকান্ত → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

31. ইন্দ্রনাথ মিত্র → ডঃ অরবিন্দ গুহ

32. অবধূত → দুলাল মুখোপাধ্যায়

33. নিরপেক্ষ → অমিতাভ চৌধুরী

34. কাফি খাঁ → প্রফুল্ল চন্দ্র লাহিড়ী

35. যুবনাশ্ব → মনীশ ঘটক

36. মহাস্থবির → প্রেমাঙ্কুর আতর্থী

37. ধনঞ্জয় বৈরাগী → তরুণ রায়

38. ভীষ্মদেব → দেবব্রত মল্লিক

39. বিজ্ঞানভিক্ষু → লালিত মুখোপাধ্যায়

40. চাণক্য সেন → ভবানী সেনগুপ্ত

41. শ্রীপান্থ → নিখিল সরকার

42. ভাস্কর → জ্যোতির্ময় ঘোষ

43. সুপান্থ → সুবোধ ঘোষ

44. প্রবুদ্ধ → প্রবোধ চন্দ্র বসু

45. শ্রীভট্ট → দীনেশ গঙ্গোপাধ্যায়

46. সুনন্দ → নারায়ণ গঙ্গোপাধ্যায়

47. অমিয়া দেবী → অমৃতলাল বন্দোপাধ্যায়

48. উদয়ভানু → প্রাণতোষ ঘটক

49. ব্যাঙাচি → কাজী নজরুল ইসলাম

50. কনিস্ক → রাম বসু

51. সুমিত্রা দেবী → মহাশ্বেতা দেবী

52. শ্যাম রায় → সুকুমার রায়

logoblog

Thanks for reading সাধারণ জ্ঞান(Bengali GK): বিভিন্ন কবি ও সাহিত্যিকের ছদ্মনাম

Previous
« Prev Post

No comments:

Post a Comment