Tuesday 30 April 2019

GK Question and Answer for Class 5, 6, 7,8,9, 10 In Bengali

  Bithika       Tuesday 30 April 2019

GK Question and Answer for Class 5, 6, 7,8,9, 10 In Bengali



সবচেয়ে বড় ফুল হল ➔ র‍্যাফ্লেসিয়া

 শ্বেত হস্তী পাওয়া যায় ➔ মালয়ে

 জাহাজের গতিবেগ মাপার একক ➔ নট

 যে দর্পণ যানবাহনে ব্যবহৃত হয় ➔ উত্তল

 আধুনিক বিজ্ঞানীরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ আবিষ্কার করেছেন, তার নাম ➔ কোয়ার্ক

 বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের লেখা কমিয়ে নিলে ➔ অবশিষ্টাংশ পূবতীরতার সঙ্গে জ্বলবে

 বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ➔ অক্সিন

 অপটিকত তন্তু যে নীতিতে কাজ করে ➔ সামগ্রিক অভ্যন্তরীণ প্রতিফলন

 যে স্নায়ু শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় সেটি হল ➔ গ্লসোফ্যারিঞ্জিয়াল

 টিস্যু প্রোটিন গঠনে যে অ্যাসিডটি গুরুত্বপূর্ণ ➔ অ্যামাইনো অ্যাসিড

 কোন প্রানীর চোখে পেকটিন থাকে ➔ পায়রা

 বাদুড় দিক নির্ণয় করে ➔ আল্ট্রাসোনিক শব্দ তরঙ্গের সাহায্যে

 হল্যান্ডের জাতীয় ফুল কী ➔ টউলিপ

এছাড়াও দেখুনঃ ভারতের বিভিন্ন গবেষণাগার ও তাদের অবস্থান



 সার ➔ এটি উদ্ভিদের পুষ্টি যোগায় এবং জমিতে pH এর মাত্রার সমতা বজায় রেখে শস্য উৎপাদন বৃদ্ধি করে

 নাকের ছিদ্রে চুল ও মিউকাস মেমব্রেন থাকার কারণ ➔ নাকে ধূলিকণা যুক্ত বাতাস যেন ঢুকতে পারে না

 বোকারো স্টীলপ্লান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ➔ ঝারখন্ড

 সবথেকে উৎকৃষ্ট লৌহ আকরিক ➔ ম্যাগনেটাইট

 ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ➔ CFC দ্বারা

 কোনো জলাশয় থেকে শৈবাল হঠাৎ অদৃশ্য হলে ➔ মাছ, চিংড়ি, প্রোটোজোয়া প্রভৃতি মারা যাবে খাদ্য ও অক্সিজেনের অভাবে

 কাঁচ তৈরি হয় ➔ বালি দিয়ে

 ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় ➔ ওডিশা

অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী ➔ বক্সাইট

 জাপানিদের প্রিয় মদ 'সেক' তৈরি হয় ➔ চাল থেকে

 তারপেনটাইন তেল সংগৃহীত হয় ➔ পাইন গাছ থেকে

 সাধারণ মাকড়সার কতগুলো চোখ থাকে ➔ 8 টি 26. যে সমস্ত জ্বালানি কম পরিবেশ দূষণ ঘটায় ➔ হাইড্রোজেন জ্বালানি

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ➔ এর ক্ষেত্র হল রোগ প্রতিরোধ করা ও বৃদ্ধি ঘটানো

সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম কী ➔ নিরক্ষরেখা

 পায়রার বায়ুথলি ➔ 9 টি

 একটি পটকাবিহীন মাছের নাম ➔ হাঙর

 ইজরায়েলের সরকারি ভাষা ➔ হিব্রু

 সাইবেরিয়ার সরলবর্গীয় অরণ্য কী নামে পরিচিত ➔ তৈগা

 ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধিতিকে কী বলে ➔ পার্ল কালচার

 পাইরোলুসাইট কী ➔ ম্যাঙ্গানিজের আকরিক

 শ্বেত অভ্রকে কী বলে ➔ মাসকোভাইট
 এশিয়ার রোম কাকে বলা হয় ?
➟ দিল্লি

কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন

 দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী ?
➟ রাজঘাট

 FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?
➟ 1904 সালে


 কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ?
➟ 76 বছর

 জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি ?
➟ চীন

 চিনের প্রাচীর কে নির্মান করেন ?
➟ চিনের রাজা কিন শি হুয়াং

 হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক ?
➟ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো

 পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা ?
➟ গ্রিক বিজ্ঞানীরা

 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➟ আনাইমুদি

 ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত ? 
➟ দেরাদুন

 পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল ?
➟ ইংল্যান্ড

 বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয় ? 
➟ 11 জুলাই

 বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন ? 
➟ 90%

 ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি ?
➟ আর্যভট্ট

 সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ? 
➟ অ্যানাবিনা, নস্টক

 কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা' ?
➟ সীসা

 স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ?
➟ ইস্পাত

 প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVC 'শব্দ টির অর্থ কি ?
➟ পলিভিনাইল ক্লোরাইড

 পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
➟ শূন্য

 দুর্গাপুর কী নামে পরিচিত ?
➟ ভারতের রুঢ়

এছাড়াও দেখুনঃ সাধারণ জ্ঞান(Bengali GK) ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম



 ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় ?
➟ স্থিতি শক্তি

 মুখ্য রং কোন তিনটি ?
➟ লাল, নীল, সবুজ

 'Art of Living' এর প্রবক্তা কে ?
➟ শ্রী শ্রী রবিশঙ্কর

 ভারতের কোথায় ধান গবেষণাগার আছে ?
➟ ওডিশার কটক শহরে

 চারমিনার কোন শহরে অবস্থিত ?
➟ হায়দ্রাবাদ

 'বুল' এবং 'বিয়ার' শব্দ দুটি কীসের সাথে জড়িত ?
➟ শেয়ার বাজার

 ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
➟ মুম্বাই

 SAARC কবে প্রতিষ্ঠিত হয় ?
➟ 8 ডিসেম্বর, 1985

 WHO এর সদর দফতর কোথায় অবস্থিত ?
➟ জেনিভা

 PAN এর সম্পূর্ন রূপ লেখ ।
➟ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
 সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
➟ নাব্রা উপত্যকা (কারাকোরাম)

 কসমিক ইয়ার (Cosmic Year) কি ?
➟ যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে

 ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?
➟ সম্বর হরিণ

 শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী ?
➟ ত্বক

 DNS বলতে কী বোঝায় ?
➟ ডোমেন নেম সিস্টেম

 অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী ➔ ল্যাভয়সিয়ের

 কৃত্রিম হারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী ➔ ক্যাভেন্ডিস

 'চিকিৎসাশাস্ত্রের জনক’ আখ্যা দেওয়া হয় ➔ হিপোক্রেটাসকে

ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন ➔ চন্দ্রগুপ্ত মৌর্য

 কোন উদ্ভিদের জীবাণুনাশক ওণ আছে ➔ নিমের

 টলেমি ছিলেন এক বিখ্যাত ➔ জ্যোতির্বিদ

 জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম ➔ Response in the living and non living world

 'পিঁপড়ে পুরাণ’ গ্রন্থটি লিখেছেন ➔ প্রেমেন্দ্র মিত্র

 বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে ➔ ইন্দোনেশিয়ার (সুমাত্রা) জাভাতে

 কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় ➔ 1923 সালে

 স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেন ➔ মলিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস

 সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ➔ বি.আর আম্বেদকর

 থাম্বপ্যাড থাকে ➔ ব্যাঙের

 আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী ➔ আর্থোপোডা

 সিস্টোলিথ দেখা যায় ➔ বট পাতায়

 জলের স্কুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম ➔ হিপসোমিটার

 ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ➔ অ্যালবুমিন

 নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন ➔ কর্সিকা দ্বীপে

 ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর সেনাপতি ছিলেন ➔ তাঁতিয়া টোপি

'ফ্যাসিস্ট পার্টি' কে প্রতিষ্ঠা ➔ মুসোলিনী

 স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ➔ নিউইয়র্কে

 সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ➔ কাঠমান্ডুতে

 রামধনুর প্রান্ত দুটির রং হল ➔ বেগুনী ও লাল

 চীনদেশের বৃহত্তম নদী হল ➔ ইয়াং-সি-কিয়াং

 কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ➔ পাললিক শিলায়

 নাইট্রাস অক্সাইডকে বলা হয় ➔ লাফিং গ্যাস

 'রাখীবন্ধন' উৎসবের উদ্যোক্তা ➔ রবীন্দ্রনাথ ঠাকুর

 দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ➔ যমুনা

 'সুমো' কোন দেশের প্রচলিত কুস্তি ➔ জাপান

 আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন ➔ আমির খসরু

 পরিক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম ➔ ইউরিয়া

 জার্মান সিলভারের উপাদানগুলি হল ➔ কপার, নিকেল, জিঙ্ক

পঞ্চতন্ত্র লিখেছেন ➔ বিষ্ণু শর্মা

 সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল ➔ কৃষিকাজ

 খাইবার পাশ অবস্থিত ➔ পাকিস্তানে

 পীত সাগর অবস্থিত ➔ উত্তর প্রশান্ত মহাসাগরে

 বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (Gulf) কোনটি ➔ মেক্সিকোর উপসাগর

 সিয়াচেন হিমাবাহ অবস্থিত ➔ লাদাখ-এ

 ভারতীয় সংবিধান কার্জকর হয় ➔ 26 জানুয়ারি, 1950

 রেডিয়াম পাওয়া যায় ➔ পিচব্লেন্ডে

Tags: gk question answer,gk question and answer in bengali,computer gk questions with answers in bengali,gk questions for class 1,gk questions for class 2,gk questions and answers,riddles in bengali,sports questions and answers,interview questions and answers,riddles and answers for kids,best gk book in bengali,indian constitution question and answer,class 1 gk,gk questions with answers
logoblog

Thanks for reading GK Question and Answer for Class 5, 6, 7,8,9, 10 In Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment