Saturday 12 October 2019

RRB NTPC & Railway Group D GK Question and Answer in Bengali

  Bithika       Saturday 12 October 2019

RRB NTPC & Railway Group D GK Question and Answer in Bengali



* লাভনি নৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য ? -
মহারাষ্ট্র

* টোডা উপজাতিটি কোন রাজ্যে বসবাস
করে? - তামিলনাড়ু।

* আপার কাট শব্দটি কোন খেলার সঙ্গে
যুক্ত? - বক্সিং।

* বেটন কাপকোন খেলার সঙ্গে যুক্ত? -
হ্‌কি।

* কুচিপুডি নৃত্যটি কোন রাজ্যের ধ্র্পদী নৃত্য
? _ অন্ধ্রপ্রদেশ।

* করমউৎসবটি কোন রাজ্যের ? - বিহার।

* ACC Against Odds- এটি কার
আত্মজীবনী - সানিয়া মির্জ।

* Unbreakable বইটির লেখক কে? - মেরি
কম।

* অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয় কবে? - 1905 সালে।

* গ্রীণ পার্ক স্টেডিয়াম কোন খেলার সঙ্গে
যুক্ত ? - ক্রিকেট |

* মাইসোর এক্সপ্রেস কার ডাকনাম ? - জাভাগল শ্রীনাথ।

* জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা কি? -
উর্দু।

* উবের কাপকোন খেলার সঙ্গে যুক্ত? -
ব্যাডমিন্টন।

*2018 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত
হবে কোথায়? - অস্ট্রেলিয়া।

* ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়
কবে? - 1928 সালে।

* অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? _
10 মিটার এয়ার রাইফেল শুটিং।

* মৃণালিনী সারাভাই কোন ধ্রুপদী নৃত্যের
সঙ্গে যুক্ত? _ ভরতনাট্যম ও কথাকলি।।

*হাম্পিকোন রাজ্যে অবস্থিত ? - কর্ণাটক।

* 'বিরজু মহারাজ' কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?
- কত্থুক




* নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
- তবলা ।

* গিরিজা দেবী কোন ঘরানার সঙ্গে যুক্ত
- হিন্দুস্তানি।

One & a Half Wife বইটির লেখক কে? -
মেঘনা পান্থ।

* ওয়াই সন্তোহী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? - উযু।

* সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হয় কোন রাজ্যে ?
- মিজোরাম।

* দাম্পা ব্যাঘ সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত কোন
রাজ্যে ? - মিজোরাম।

* গুপ্পা কোন রাজ্যের লোকনৃত্য ? -
হরিয়ানা।

* কাজাখস্তানের রাজধানীর নাম কি ? _
আস্তানা

*Immortal বইটির লেখক কে? - কৃষ্ণ
উদয়শংকর।

* দিপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? _
শর্টপুট।

* লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় ? -
ফ্লোরেন্স নাইটিঙ্গল

* সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কী?

- মধ্যপ্রদেশ।

৫ হাজার হৃদের দেশকাকে বলা হয়? _
ফিনল্যান্ড।

* ভারতের কফি বোর্ড-এর সদর দফতর
কোন রাজ্যে অবস্থিত ? -ব্যাঙ্গালোর।

* হরজিৎ সিং' কোন খেলার সঙ্গে যুক্ত ? -
হকি।

* স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট-এর নাম
কী? - কুলওয়ার বাই।

* কালিসার জাতীয় উদ্যান  কোন রাজ্যে অবস্থিত ? -
হরিয়ানা।

* রুম্বা নৃত্যটি(Rumba Dance) কোন
দেশের সঙ্গে যুক্ত ? - কিউবা।

* থানু পদ্যনাভন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? _ জ্যোতির্বিদ্যা ও
পদার্থ বিজ্ঞান।

* জন কি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? _
নিউজিল্যান্ড




* মুকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?-
গলফ
* সর্বভারতীয় টেনিস সংস্থার প্রথম মহিলা
সভাপতির নাম কী ? - পরভিন মহাজন

* রবার বোর্ড কোন রাজ্যে অবস্থিত ? -
কেরল।

* ভুটানের জাতীয় খেলার নাম কী ? -
তিরন্দাজি।

* বুক্রেন কোন দেশের জাতীয় পাখি? -
দক্ষিণ আফ্রিকা।

* ভারতের বিসমার্কবলা হয় কাকে? - সর্দার
বল্লভভাই প্যাটেল।

* ভারতরত্ন পুরুষ্কার দেওয়া শুরু হয় কত
সালে? - 1954 সালে।

* ৪ ডিগ্রি চ্যানেল কোন দুই দেশের মধ্যে
অবস্থিত ? -লাক্ষান্বীপ ও মালদ্বীপ।

* অভিজিত গুপ্তা কোন খেলার সঙ্গে যুক্ত ?
- দাবা।

* মোনালিসা চিত্রটি কার অঙ্কন? - লিওনার্দো
দ্য ভিঞ্চি।

* গাড়ী উৎপাদনে কোন দেশ প্রথম স্থান
অধিকার করে? - চিন।

ভি, টুরিন (V.Kurien) কীসের সঙ্গে যুক্ত ?

- অপারেশন ব্লুষ্টার।

* গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত ? -
ব্রহ্মপুত্র

* অমর্ত্য সেন কত সালে নোবেল পান? -
1998 সালে।

* ক্রিস্টোফার কলম্বাস কোথাকার লোক? -
জিওনা (Geona)।

* বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন তারিখে? - ১১ জুলাই।
Tags: railway group d,rrb group d,rrb ntpc and rail group d question and answer in bengali,rail group d question and answer in bengali,rail group d question and answer in bengali pdf,rail group d question and answer in bengali 2019,railway group d previous year question paper,railway group d gk,group d question answer in bengali,top gk question and answer in bengali


logoblog

Thanks for reading RRB NTPC & Railway Group D GK Question and Answer in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment