Friday 20 March 2020

Indian Constitution Bengali Question And Answer- ভারতীয় সংবিধানের গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

  Bithika       Friday 20 March 2020

 Indian Constitution Bengali Question And Answer- ভারতীয় সংবিধানের গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


কোন সংবিধান সংশােধনীর মাধ্যমে সুপ্রীম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাস করা হয়েছিল? - ৪২তম সংশােধনে।

 কোন মামলার রায় দানের সময় সুপ্রীম কোর্ট ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামাের ব্যাখ্যা প্রদান করেছিল? - কেশবানন্দ ভারতী মামলা।

ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ সুপ্রীম কোর্টকে তার পূর্বঘােষিত কোন রায় বা আদেশের পুনমূল্যায়নের অধিকার প্রদান করেছে? - ১৩৭নং ধারায়।

রাজ্য আইনসভার অনুমােদন ব্যতিরেকে রাজ্যপালের ঘােষিত কোন অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে? - ৬মাস।

প্রােটেম স্পিকারের কাজ কি? -সদস্যদের শপথবাক্য পাঠকরানাে এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা।

 লােকসভার সচিবালয় কার প্রত্যক্ষ নিয়ন্ত্ৰাধীনে থাকে? -লােকসভার অধ্যক্ষের 

রাজ্য এবং কেন্দ্রীয় আইনসভায় অধিবেশন চলাকালীন কোন সদস্যসভাকে না জানিয়ে বা সভার অনুমতি ব্যতিরেকে সর্বাধিক কতজন পর্যন্ত অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়? - ৬০ দিন।

কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে হলে প্রস্তাবটিতে লােকসভার কমপক্ষে কতজনের সমর্থন প্রয়ােজন? - ৫০ জন।

 কাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে বিবেচিত করা হয়? - প্রধানমন্ত্রী।

 সংবিধানের কত নং ধারা অনুসারে মন্ত্রীসভা তার কাজের জন্য যৌথভাবে লােকসভার কাছে দায়বদ্ধ থাকে? - ৭৫(৩)।

 সংবিধানের কত নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? - ৭৫নং ধারা।

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সাধারণত কটি শ্রেণির মন্ত্রী দ্বারা গঠিত হয়? - তিনটি।

 সংবিধানের কত নং ধারা অনুসারে মন্ত্রীসভা তার কাজের  জন্য যৌথভাবে লােকসভার কাছে দায়বদ্ধ থাকে? - ৭৫(৩)।

সংবিধানের কত নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক  নিযুক্ত হন? - ৭৫নং ধারা।

 কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সাধারণত কটি শ্রেণির মন্ত্রী দ্বারা গঠিত হয়? - তিনটি।

উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব সংসদের কোন কক্ষে উত্থাপন করা যায়? - কেবলমাত্র রাজ্যসভায়।

 রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের জন্য  সংসদের যেকোন কক্ষে কমপক্ষে কতজনের সমর্থনের প্রয়ােজন? - ২৫ শতাংশ।

 সংবিধানের ৪২তম সংশােধনের মাধ্যমে কটি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয় ? - তিনটি।

কোন মামলায় সুপ্রীম কোর্ট রায় দান করে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি একে অপরের সহায়ক? - বেরুবারি মামলা।

 নির্দেশাত্মক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক  এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহন করবে কত বছর বয়স পর্যন্ত? - ১৪ বছর পর্যন্ত।

 কোন মামলায় সুপ্রীম কোর্ট রায় দেয় যে সংসদ মৌলিক অধিকার সংশােধন করতে পারবে না ? - গােলকনাথ মামলা।

 কলকাতা-র্পোরেশনের মেয়র কিভাবে নিযুক্ত হন? - কর্পোরেশনের সদস্যদের দ্বারা।

কতজন সদস্য নিয়ে সপরিষদ মেয়র গঠিত হয় ? - ১২জন।

 সংবিধানে পৌরসভার কতগুলি আবশ্যিক কার্যাবলী উল্লেখ রয়েছে? - ৫০টি।

 সংবিধানের কত নং ধারায় পৌরসভা নিয়ে আলােচনা করা হয়েছে? - ২৪৩(P)-২৪৩(ZG)।


 পৌরসভায় সর্বাধিক কতজন নির্বাচিত প্রতিনিধি থাকতে পারে? - ৩৫ জন।

 পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে সর্বনিম্ন কতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারে? - ১জন।

ভারতবর্ষে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনটি কত সালে গঠিত হয়? - ১৮৬৭ সালে।

 অশােক মেহতা কমিটি কোন বিষয়ে সুপারিশ করেছিল? - ত্রিস্তরের পরিবর্তে দ্বিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা।

কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েতীরাজ ব্যবস্থা রয়েছে? - দাদরা ও নগর হাভেলি।

নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নং তপসিলের অন্তর্ভুক্ত? - দ্বাদশ।

 ভারতীয় সংবিধানে একাদশ তপশিলে পঞ্চায়েত সংক্রান্ত কতগুলি বিষয়ের কথা উল্লেখিত হয়েছে? - ২৯টি।

 সংবিধানের কোন সংশােধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? - ৭৩তম।

Check also:





#Tags: indian constitution in bengali book,

indian constitution quiz in bengali,

indian constitution preamble in bengali,

indian constitution mcq in bengali,

bangla question answer,

bengali mcq question and answer,

constitution questions for competitive exams bengali pdf,


logoblog

Thanks for reading Indian Constitution Bengali Question And Answer- ভারতীয় সংবিধানের গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Previous
« Prev Post

No comments:

Post a Comment