সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর(Bangla GK Question & Answer) | Part- 5
বৌদ্ধদের উপসনাস্থল কে কি বলা হয় - মঠ ও
বিহার।
'মালবিকাগ্নিমিত্রম' নাটকটির রচয়িতা কে -
কালিদাস৷
খাজুরাহের মন্দির গুলি কোন রাজাদের কীর্তি-
চান্দেল।
'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা - হরিষেন।
ভারতের নেপােলিয়ান কাকে বলা হয় - সমুদ্রগুপ্ত
গুজরাতের সােমনাথ মন্দির কে লুঠ করেছিলেন -
সুলতান মামুদ।
দিল্লির কুতুব মিনার কে তৈরী করেন - ইলতুৎমিস।
বিখ্যাত হিন্দুতীর্থ জ্বালামুখি ধ্বংস করেছিলেন কে -
ফিরােজ শাহ তুঘলক।।
কোন বছর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় - ১৬৫৬।
ফতেপুর সিক্রি কে তৈরী করেন – আকবর।
বুলন্দ-দরওয়াজা কে তৈরী করেন – আকবর।
কোন বছর ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরী হয়েছিল -
১৭০০ খ্রি:।
জাতীয় চিকিৎসক দিবস কত তারিখে পালিত হয় - ১
জুলাই।
ইন্টাঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে -
নাগাল্যান্ড।
পুলিঞ্জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় - সাহিত্য
ও সাংবাদিকতা।
ব্যাঙের ছাতা কোন শ্রেনীর উদ্ভিদ - ছত্রাক।
রেশম চাষ কে কি বলে - সেরি কালচার।
ম্যালেরিয়া রােগের বাহক হিসেবে কোন মশা পরিচিত
- অ্যানােফিলিস।
'আইন-ই-আকবরী' কার রচনা - আবুল ফজল।
আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী - বেদ।
বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী - নিষ্ক।
জৈন ধর্মে 'সৎ বিশ্বাস, সৎ আচরন, সৎ জ্ঞান' এই
তিনটি কে একত্রে কি বলা হয় - ত্রিরত্ন।
গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন
কোথায় - সারনাথ।
এছাড়াও দেখুন ঃ
Sadharan Gyan Question-Answer-4
Sadharan Gyan Question-Answer-3
Sadharan Gyan Question-Answer-2
Sadharan Gyan Question-Answer-1
No comments:
Post a Comment