Thursday, 29 October 2020

MCQ Bengali Current Affairs 29th October, 2020

  Bithika       Thursday, 29 October 2020

 MCQ Bengali Current Affairs 29th October, 2020


 1.করোনা ভাইরাস ছড়ানো রুখতে ‘No Mask, No Service’ পলিসি চালু করলো কোন দেশ?


ⓐ ভারত


ⓑ চীন


ⓒ বাংলাদেশ✓


ⓓ নেপাল


■ চলমান COVID-19 মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ  ‘No Mask, No Service’ পলিসি চালু করলো ।


■ এই নীতির আওতায় মুখোশ পড়ে না এমন লোকদের কোন পরিষেবা দেওয়া হবে না।


■ বাংলাদেশের রাজধানী- ঢাকা


■ বাংলাদেশের মুদ্রার নাম- টাকা


■ বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা




2.সম্প্রতি শ্রীলংকাতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করলো কোন ব্যাঙ্ক?


ⓐ HDFC Bank


ⓑ ICICI Bank✓


ⓒ Axis Bank


ⓓ State Bank




■  ICICI Bank হেডকোয়াটার- মুম্বাই, মহারাষ্ট্র


■ প্রতিষ্ঠা সাল- জুন, ১৯৯৪


■ ICICI Bank ট্যাগ লাইন- 'Hum Hai Na, Khayal Apka'


■  ICICI Bank এর বর্তমান CEO- সন্দীপ বক্সী




3.সম্প্রতি কোন বোলার IPL-13 এ দ্বিতীয় খেলোয়াড় হয়ে একটি ম্যাচে 5 উইকেট নিয়েছেন?


ⓐ বরুণ চক্রবর্তী✓


ⓑ শিখর ধাওয়ান


ⓒ ট্রেন্ট বোল্ট


ⓓ দীপক চাহার


■ সম্প্রতি  IPL-13 এ কলকাতা নাইট রাইডার্স এর  বরুণ চক্রবর্তী 4 ওভারে 20 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছেন।




4.সম্প্রতি প্রয়াত Lee Kun-hee, কোন কোম্পানির চেয়ারম্যান ছিলেন?


ⓐ Samsung✓


ⓑ Microsoft


ⓒ Apple


ⓓ Adobe


■ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৮ বছর


■ তাঁর সম্পত্তির পরিমান প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার


■ Samsung-এর হেডকোয়াটার- সিওল, দক্ষিন কোরিয়া


■ প্রতিষ্ঠা সাল- ১৯৩৮ সালের ১লা মার্চ


■ প্রতিষ্ঠাতা- Lee Byung-chul (লি বাইং-চুল)




5.সম্প্রতি Vigilance Awareness Week 2020 কবে পালিত হয়েছে?


ⓐ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020✓


ⓑ 25 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020


ⓒ 23 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020


ⓓ 24 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020


■ Vigilance Awareness Week theme 2020 - Vigilant India , Prosperous India (satark Bharat, samriddh Bharat)


■ সরদার বল্লভভাই প্যাটেলের (৩১ শে অক্টোবর) জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।




6.তৃতীয় আরব রাষ্ট্র হিসাবে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলো কোন দেশ?


ⓐ ইজিপ্ট


ⓑ জর্ডান


ⓒ সুদান✓


ⓓ সৌদি আরব


■ সুদানের রাজধানী- খার্তুম


■ সুদানের মুদ্রার নাম- সুদানিজ পাউন্ড


■ সুদানের প্রধানমন্ত্রী- Abdalla Hamdok(আবদাল্লা হামডোক)




7. ‘The Fixer’ শিরোনামে প্রথম নোভেল লিখলেন কে?


ⓐ শচীন তেন্ডুলকর


ⓑ সুমন দুবে✓


ⓒ চেতন ভগৎ


ⓓ বাইচুং ভুটিয়া




8.কে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছেন?


ⓐ জয়প্রকাশ সাগর


ⓑ দীনেশ মাহাতো


ⓒ অলোক ভার্মা✓


ⓓ সুধীর ত্রিপাঠী


■ ভারতীয় বন পরিষেবা থেকে অবসর গ্রহন কারী হরিয়ানা টেন্ডারের সিনিয়র অফিসার অলোক ভার্মাকে ৩ বছরের জন্য হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।


■ হরিয়ানার রাজধানী- চন্ডিগড়


■ হরিয়ানার রাজ্যের বর্তমান গভর্নর- সত্য দেব নারায়ন আচার্য


■ হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী -মনোহর লাল খাট্টার




9.Assam Agar International Trade Centre-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে?


ⓐ সর্বানন্দ সনোয়াল✓


ⓑ জগদীশ মুখী


ⓒ নরেন্দ্র মোদী


ⓓ রামনাথ কোবিন্দ


■ তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী।


■ এটি স্থাপন করা হচ্ছে আসামের গোলাঘাট জেলার দাবিদুবিতে।


■ আসামের রাজ্যপাল- জগদীশ মুখী


■ রাজধানী- দিসপুর




10.করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাঙ্কের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চাইলো কোন দেশ?


ⓐ ভারত


ⓑ বাংলাদেশ✓


ⓒ চীন


ⓓ মায়ানমার


■ বাংলাদেশ করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাঙ্কের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে। এই তহবিল টি ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে ব্যবহার করা হবে।


■ বিশ্ব ব্যাঙ্কের হেডকোয়াটার- ওয়াশিংটন


■ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪


■ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট- ডেভিড মালপাস




11. ভারতের বৃহত্তম Cardiac Hospital এর উদ্বোধন করা হলো কোথায়?


ⓐ সুরাট


ⓑ আমেদাবাদ✓


ⓒ কটক


ⓓ কলকাতা


■ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


■ 1251 শয্যা ,531 কার্ডিয়াক ICU বেড সহ হাসপাতাল তৈরি করতে মোট খরচ হয়েছে 470 কোটি টাকা।




12. নিম্নের কোন শিক্ষা বোর্ড ফেসিয়াল রিকগনিশন সিস্টেম চালু করেছে?


ⓐ WBBSC


ⓑ CBSE✓


ⓒ ICSE


ⓓ JEE


■ Central Board Of Secondary Education (CBSE) has introduced the facial recognition system to make students in able to download the document of class 10 and 12


■ Chairman of CBSE : Manoj Ahuja




13. ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস নিম্নের কাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে?


ⓐ সমির খারে


ⓑ বিমল জুলকা✓


ⓒ দীনেশ খুল্লার


ⓓ কেউ নয়




14. সম্প্রতি HDFC ব্যাংকের  নতুন CEO & MD পদে কে নিযুক্ত হলেন?


ⓐ আদিত্য পুরি


ⓑ শশধর জগদীশন✓


ⓒ দীপক বর্মন


ⓓ সুধীর গোস্বামী


■ এনার আগে HDFC ব্যাংকের CEO & MD পদে ছিলেন আদিত্য পুরি। আদিত্য পুরি 26 অক্টোবর 2020 পদত্যাগ করলেন। তার স্থলে শশধর জগদীশন নতুন নিযুক্ত হলেন।




■ HDFC Bank Founded : August 1994; 26 years ago


■ Founder : Hasmukhbhai Parekh


■ Headquarters : Mumbai, Maharashtra, India




15. আলফা কন্দে নিম্নের কোন দেশে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?


ⓐ গিনি✓


ⓑ মালি


ⓒ মালয়েশিয়া


ⓓ ফ্রান্স


■ তিনি 59.4 9 শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।


■ গিনি পশ্চিম আফ্রিকার একটি দেশ।


■ পূর্বে দেশটি ফরাসি গিনি নামে পরিচিত ছিল।


■ গিনির মুদ্রা - গিনিয়ান ফ্র


■ গিনির রাজধানী - কোনাক্রি


■ গিনির রাষ্ট্রপতি - Lansana Conte (লানসানা কন্টে)


■ গিনির প্রধান মন্ত্রী -Lansana Kouyate (লানসানা কৈয়াত)




16.সম্প্রতি রক্তদান অ্যাপ " ই- ব্লাড সার্ভিস" কে চালু করেছে?


ⓐ রাজনাথ সিং


ⓑ ডক্টর হর্ষবর্ধন✓


ⓒ নীতিন গড়করি


ⓓ নরেন্দ্র মোদি


■ Health and Family Welfare Minister : ডক্টর হর্ষবর্ধন




17. কোন শহরে পুলিশ মহিলাদের ক্ষমতায়নের উপর "আম্মে" নামে একটি চলচ্চিত্র চালু করেছে?


ⓐ হায়দ্রাবাদ✓


ⓑ আমেদাবাদ


ⓒ গুজরাট


ⓓ সুরাট


■ হায়দ্রাবাদ পুলিশ "আম্মে" শিরোনামে নারীর ক্ষমতায়নের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র পোস্টার প্রকাশ করেছে।


■ এর মাধ্যমে 1000 স্কুলছাত্রীকে আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে।




18. ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার সম্মান Sakharav Prize 2020 দ্বারা কাকে সম্মানিত করা হল?


ⓐ ভেলেন্টিনা চিরল


ⓑ মেন্টালিয়া  তাকানিস্কা


ⓒ স্বেতলানা টিখানস্কয়া✓


ⓓ কেউ না


■ স্বেতলানা টিখানস্কয়া বেলারুশের একজন বিরোধী দলনেতা।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত হলেন।




19 . MACS 6478কোন শস্যের একটি প্রকারভেদ যা তৈরি করেছে পুনের আগর কার রিসার্চ ইনস্টিটিউট?


ⓐ চাল


ⓑ জোয়ার


ⓒ গম✓


ⓓ বাজরা


■ গমের একটি প্রকারভেদ হলো MACS 6478


■ মাত্র ১১০ দিনের মধ্যে এই গম চাষ করা যায়। মাত্র ১১০ দিনের মধ্যে এই প্রকার গম রোপন ,বপন এবং ফসল কাটা হয়ে যায়।


■ এ প্রকার  গমের পাতা বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে সক্ষম।




20. 27 অক্টোবর কে সর্তকতা ও দুর্নীতির বিরুদ্ধে একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন?


ⓐ নরেন্দ্র মোদি✓


ⓑ রাজনাথ সিং


ⓒ নরেন্দ্র সিং তোমার


ⓓ নির্মলা সীতারামন


■ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্তকতা ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন।


■ এই সম্মেলনের আয়োজন করছে CBI




21. 1এপ্রিল 2021 নবম শিখ গুরু তেগ বাহাদুর এর কত তম জন্ম জয়ন্তী পালিত হবে?


ⓐ 200


ⓑ 400✓


ⓒ 600


ⓓ 300


■ 1এপ্রিল 2021 নবম শিখ গুরু তেগ বাহাদুর এর 400 তম জন্ম জয়ন্তী পালিত হবে।


■ এই জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন  করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি একটি কমিটি গঠন করেছেন।


logoblog

Thanks for reading MCQ Bengali Current Affairs 29th October, 2020

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment