MCQ Bengali Current Affairs 29th October, 2020
1.করোনা ভাইরাস ছড়ানো রুখতে ‘No Mask, No Service’ পলিসি চালু করলো কোন দেশ?
ⓐ ভারত
ⓑ চীন
ⓒ বাংলাদেশ✓
ⓓ নেপাল
■ চলমান COVID-19 মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ ‘No Mask, No Service’ পলিসি চালু করলো ।
■ এই নীতির আওতায় মুখোশ পড়ে না এমন লোকদের কোন পরিষেবা দেওয়া হবে না।
■ বাংলাদেশের রাজধানী- ঢাকা
■ বাংলাদেশের মুদ্রার নাম- টাকা
■ বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
2.সম্প্রতি শ্রীলংকাতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ HDFC Bank
ⓑ ICICI Bank✓
ⓒ Axis Bank
ⓓ State Bank
■ ICICI Bank হেডকোয়াটার- মুম্বাই, মহারাষ্ট্র
■ প্রতিষ্ঠা সাল- জুন, ১৯৯৪
■ ICICI Bank ট্যাগ লাইন- 'Hum Hai Na, Khayal Apka'
■ ICICI Bank এর বর্তমান CEO- সন্দীপ বক্সী
3.সম্প্রতি কোন বোলার IPL-13 এ দ্বিতীয় খেলোয়াড় হয়ে একটি ম্যাচে 5 উইকেট নিয়েছেন?
ⓐ বরুণ চক্রবর্তী✓
ⓑ শিখর ধাওয়ান
ⓒ ট্রেন্ট বোল্ট
ⓓ দীপক চাহার
■ সম্প্রতি IPL-13 এ কলকাতা নাইট রাইডার্স এর বরুণ চক্রবর্তী 4 ওভারে 20 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছেন।
4.সম্প্রতি প্রয়াত Lee Kun-hee, কোন কোম্পানির চেয়ারম্যান ছিলেন?
ⓐ Samsung✓
ⓑ Microsoft
ⓒ Apple
ⓓ Adobe
■ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৮ বছর
■ তাঁর সম্পত্তির পরিমান প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার
■ Samsung-এর হেডকোয়াটার- সিওল, দক্ষিন কোরিয়া
■ প্রতিষ্ঠা সাল- ১৯৩৮ সালের ১লা মার্চ
■ প্রতিষ্ঠাতা- Lee Byung-chul (লি বাইং-চুল)
5.সম্প্রতি Vigilance Awareness Week 2020 কবে পালিত হয়েছে?
ⓐ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020✓
ⓑ 25 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020
ⓒ 23 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020
ⓓ 24 অক্টোবর থেকে 2 নভেম্বর 2020
■ Vigilance Awareness Week theme 2020 - Vigilant India , Prosperous India (satark Bharat, samriddh Bharat)
■ সরদার বল্লভভাই প্যাটেলের (৩১ শে অক্টোবর) জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
6.তৃতীয় আরব রাষ্ট্র হিসাবে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলো কোন দেশ?
ⓐ ইজিপ্ট
ⓑ জর্ডান
ⓒ সুদান✓
ⓓ সৌদি আরব
■ সুদানের রাজধানী- খার্তুম
■ সুদানের মুদ্রার নাম- সুদানিজ পাউন্ড
■ সুদানের প্রধানমন্ত্রী- Abdalla Hamdok(আবদাল্লা হামডোক)
7. ‘The Fixer’ শিরোনামে প্রথম নোভেল লিখলেন কে?
ⓐ শচীন তেন্ডুলকর
ⓑ সুমন দুবে✓
ⓒ চেতন ভগৎ
ⓓ বাইচুং ভুটিয়া
8.কে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছেন?
ⓐ জয়প্রকাশ সাগর
ⓑ দীনেশ মাহাতো
ⓒ অলোক ভার্মা✓
ⓓ সুধীর ত্রিপাঠী
■ ভারতীয় বন পরিষেবা থেকে অবসর গ্রহন কারী হরিয়ানা টেন্ডারের সিনিয়র অফিসার অলোক ভার্মাকে ৩ বছরের জন্য হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
■ হরিয়ানার রাজধানী- চন্ডিগড়
■ হরিয়ানার রাজ্যের বর্তমান গভর্নর- সত্য দেব নারায়ন আচার্য
■ হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী -মনোহর লাল খাট্টার
9.Assam Agar International Trade Centre-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে?
ⓐ সর্বানন্দ সনোয়াল✓
ⓑ জগদীশ মুখী
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ রামনাথ কোবিন্দ
■ তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী।
■ এটি স্থাপন করা হচ্ছে আসামের গোলাঘাট জেলার দাবিদুবিতে।
■ আসামের রাজ্যপাল- জগদীশ মুখী
■ রাজধানী- দিসপুর
10.করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাঙ্কের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চাইলো কোন দেশ?
ⓐ ভারত
ⓑ বাংলাদেশ✓
ⓒ চীন
ⓓ মায়ানমার
■ বাংলাদেশ করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাঙ্কের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে। এই তহবিল টি ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে ব্যবহার করা হবে।
■ বিশ্ব ব্যাঙ্কের হেডকোয়াটার- ওয়াশিংটন
■ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪
■ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট- ডেভিড মালপাস
11. ভারতের বৃহত্তম Cardiac Hospital এর উদ্বোধন করা হলো কোথায়?
ⓐ সুরাট
ⓑ আমেদাবাদ✓
ⓒ কটক
ⓓ কলকাতা
■ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
■ 1251 শয্যা ,531 কার্ডিয়াক ICU বেড সহ হাসপাতাল তৈরি করতে মোট খরচ হয়েছে 470 কোটি টাকা।
12. নিম্নের কোন শিক্ষা বোর্ড ফেসিয়াল রিকগনিশন সিস্টেম চালু করেছে?
ⓐ WBBSC
ⓑ CBSE✓
ⓒ ICSE
ⓓ JEE
■ Central Board Of Secondary Education (CBSE) has introduced the facial recognition system to make students in able to download the document of class 10 and 12
■ Chairman of CBSE : Manoj Ahuja
13. ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস নিম্নের কাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে?
ⓐ সমির খারে
ⓑ বিমল জুলকা✓
ⓒ দীনেশ খুল্লার
ⓓ কেউ নয়
14. সম্প্রতি HDFC ব্যাংকের নতুন CEO & MD পদে কে নিযুক্ত হলেন?
ⓐ আদিত্য পুরি
ⓑ শশধর জগদীশন✓
ⓒ দীপক বর্মন
ⓓ সুধীর গোস্বামী
■ এনার আগে HDFC ব্যাংকের CEO & MD পদে ছিলেন আদিত্য পুরি। আদিত্য পুরি 26 অক্টোবর 2020 পদত্যাগ করলেন। তার স্থলে শশধর জগদীশন নতুন নিযুক্ত হলেন।
■ HDFC Bank Founded : August 1994; 26 years ago
■ Founder : Hasmukhbhai Parekh
■ Headquarters : Mumbai, Maharashtra, India
15. আলফা কন্দে নিম্নের কোন দেশে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?
ⓐ গিনি✓
ⓑ মালি
ⓒ মালয়েশিয়া
ⓓ ফ্রান্স
■ তিনি 59.4 9 শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
■ গিনি পশ্চিম আফ্রিকার একটি দেশ।
■ পূর্বে দেশটি ফরাসি গিনি নামে পরিচিত ছিল।
■ গিনির মুদ্রা - গিনিয়ান ফ্র
■ গিনির রাজধানী - কোনাক্রি
■ গিনির রাষ্ট্রপতি - Lansana Conte (লানসানা কন্টে)
■ গিনির প্রধান মন্ত্রী -Lansana Kouyate (লানসানা কৈয়াত)
16.সম্প্রতি রক্তদান অ্যাপ " ই- ব্লাড সার্ভিস" কে চালু করেছে?
ⓐ রাজনাথ সিং
ⓑ ডক্টর হর্ষবর্ধন✓
ⓒ নীতিন গড়করি
ⓓ নরেন্দ্র মোদি
■ Health and Family Welfare Minister : ডক্টর হর্ষবর্ধন
17. কোন শহরে পুলিশ মহিলাদের ক্ষমতায়নের উপর "আম্মে" নামে একটি চলচ্চিত্র চালু করেছে?
ⓐ হায়দ্রাবাদ✓
ⓑ আমেদাবাদ
ⓒ গুজরাট
ⓓ সুরাট
■ হায়দ্রাবাদ পুলিশ "আম্মে" শিরোনামে নারীর ক্ষমতায়নের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র পোস্টার প্রকাশ করেছে।
■ এর মাধ্যমে 1000 স্কুলছাত্রীকে আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে।
18. ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার সম্মান Sakharav Prize 2020 দ্বারা কাকে সম্মানিত করা হল?
ⓐ ভেলেন্টিনা চিরল
ⓑ মেন্টালিয়া তাকানিস্কা
ⓒ স্বেতলানা টিখানস্কয়া✓
ⓓ কেউ না
■ স্বেতলানা টিখানস্কয়া বেলারুশের একজন বিরোধী দলনেতা।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত হলেন।
19 . MACS 6478কোন শস্যের একটি প্রকারভেদ যা তৈরি করেছে পুনের আগর কার রিসার্চ ইনস্টিটিউট?
ⓐ চাল
ⓑ জোয়ার
ⓒ গম✓
ⓓ বাজরা
■ গমের একটি প্রকারভেদ হলো MACS 6478
■ মাত্র ১১০ দিনের মধ্যে এই গম চাষ করা যায়। মাত্র ১১০ দিনের মধ্যে এই প্রকার গম রোপন ,বপন এবং ফসল কাটা হয়ে যায়।
■ এ প্রকার গমের পাতা বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে সক্ষম।
20. 27 অক্টোবর কে সর্তকতা ও দুর্নীতির বিরুদ্ধে একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন?
ⓐ নরেন্দ্র মোদি✓
ⓑ রাজনাথ সিং
ⓒ নরেন্দ্র সিং তোমার
ⓓ নির্মলা সীতারামন
■ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্তকতা ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন।
■ এই সম্মেলনের আয়োজন করছে CBI
21. 1এপ্রিল 2021 নবম শিখ গুরু তেগ বাহাদুর এর কত তম জন্ম জয়ন্তী পালিত হবে?
ⓐ 200
ⓑ 400✓
ⓒ 600
ⓓ 300
■ 1এপ্রিল 2021 নবম শিখ গুরু তেগ বাহাদুর এর 400 তম জন্ম জয়ন্তী পালিত হবে।
■ এই জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি একটি কমিটি গঠন করেছেন।
No comments:
Post a Comment