এই পোস্টটিতে কোচবিহার জেলা সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর দেওয়া হল। আশাকরি কোচবিহার জেলা তথা সমস্ত পশ্চিমবঙ্গের পাঠকদের যারা বাংলা জিকে ক্যুইজ বিষয়ে আগ্রহী তাদের ভীষণ কাজে লাগবে।
*কোচবিহার জেলার আয়তন কত?
উঃ ৩,৩৮৭ বর্গকিমি।
কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ বিশ্বনারায়ণ সিংহ।
কোচবিহার জেলা কতসালে পশ্চিমবঙ্গের জেলারুপে ঘোষিত হয়?
উঃ ১৯৫০ সালের ১লা জানুয়ারী থেকে।
কোচবিহার রাজ প্রাসাদটি কে তৈরি করেছিলেন?
উঃ রাজা নৃপেন্দ্র নারায়ণ(১৮৮৫ সালে)।
কোচবিহার জেলার বিখ্যাত লোকসংগীত কে ছিলেন?
উঃ আব্বাস উদ্দীন আহমেদ।
কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত?
উঃ ১২৮টি।
কোচবিহার জেলার জেলা সদর কোনটি?
উঃ কোচবিহার।
কোচবিহার জেলার মহকুমা কয়টি ও কী কী?
উঃ ৫টি। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ ও মেখলিগঞ্জ।
কোচবিহার জেলার লোকবসতির ঘনত্ব প্রতি বর্গকিমিতে কতজন?
উঃ ৭৩২জন।
কোচবিহার নামের অর্থ কী?
উঃ কোচদের বাসস্থান।
কোচবিহার রাজাদের নামের সঙ্গে কী যুক্ত হত?
উঃ নারায়ণ যুক্ত হত।
কোচবিহারের কীসের সুনাম আছে?
উঃ কৃষিজ ফসল তামাকের সুনাম আছে?
কোচবিহার জেলার দর্শনীয় স্থানগুলির নাম কী?
উঃ কোচবিহার শহরে রাজপ্রাসাদ, মদনমোহন মন্দির ও গোসানিমারির প্রাচীন মন্দির।
কোচবিহার জেলায় পুরসভা কয়টি?
উঃ ৬টি।
কোচবিহার জেলায় থানা ও ব্লক আছে কয়টি?
উঃ ৯টি থানা ও ১২টি ব্লক।
কোচবিহার জেলায় পঞ্চায়েত সমিতি কয়টি?
উঃ ১২টি।
কোচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর
নাম লেখো।
নাম লেখো।
উঃ তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা, কালীন্দি ও সঙ্কোশ।
প্রাচীনকালে কোচবিহার জেলা কোন রাজ্যের অন্তর্গত ছিল?
উঃ কামরূপ বা আসাম রাজ্যের।
কোচবিহার জেলার দক্ষিণে ও পশ্চিমে কোন দেশ অবস্থিত?
উঃ বাংলাদেশ।
কোচবিহার জেলার সীমানা উল্লেখ করো।
উঃ উত্তরে জলপাইগুড়ি। দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ আর পূর্বে অসম রাজ্য।
Good
ReplyDelete