Monday, 21 May 2018

General Knowledge Question and Answer in Bengali Language

  Bithika       Monday, 21 May 2018




কোন প্রাণী দাড়িয়ে ঘুমায়?

উঃ ঘোড়া।


কোন দেশে মশা নেই?

উঃ ফ্রান্সে।


কোন পাখি সাপ খায়?

উঃ ময়ূর।


কোন পাখির ডানা নেই?

উঃ নিউজিল্যান্ডের কিউই পাখির।


কোন প্রাণী ঝুলন্ত অবস্থায় ঘুমায়?

উঃ বাদুড়।


কোন প্রাণী ডাকতে পারে না?

উঃ জিরাফ।


কোন মাছ সরাসরি বাচ্চা দেয়?

উঃ গাপ্পী মাছ।


কোন মাছ ডিম পাড়ে না?

উঃ হাঙর জাতীয় মাছ।


কোন প্রাণী সব থেকে বেশিদিন বাঁচে?

উঃ নীল তিমি, এরা প্রায় ৫০০ বছর পর্যন্ত বাঁচে ।


কোন পাখি আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে?

উঃ হোমা পাখি।


কোন ময়ূর পেখম মেলে?

উঃ পুরুষ ময়ূর।


কোন দেশে সাপ নেই?

উঃ ফ্রান্সে।


কোন মশা রক্তপান করে?

উঃ স্ত্রী মশা।


কোন প্রাণীর রক্ত সাদা?

উঃ আরশোলা।


মাকড়সার কয়টি চোখ আছে?

উঃ আটটি।


কোন গাছ সবচেয়ে বেশিদিন ফল দেয়?

উঃ নাসপাতি গাছ।


সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ?


উঃ আখরোট।


কোন গাছ চলাফেরা করতে পারে?

উঃ ভলভক্স।


কোন রঙের ফুল আমরা সবচেয়ে বেশি দেখতে পাই?

উঃ লাল।


কোন উদ্ভিদ পোকামাকড় খায়?

উঃ সূর্যশিশির।


কোন প্রাণীর দাঁত নেই?

উঃ কচ্ছপের।


কোন প্রাণী প্রয়োজনে নিজের রঙ বদলায়?

উঃ গিরগিটি।


কোন গাছ খুব তাড়াতাড়ি বাড়ে?

উঃ বাঁশ।


সবচেয়ে বড়ো সাপের নাম কী?

উঃ অ্যানাকোন্ডা।


সবচেয়ে ছোট সাপের নাম কী?

উঃ পুয়েঁ।


কোন প্রাণীর পাকস্থলীর সংখ্যা চারটি?

উঃ গোরুর।


কোন দেশের বিড়ালের লেজ থাকে না?

উঃ ম্যানদ্বীপের।


কোন প্রাণীর তিনটি চোখ আছে?

উঃ লিমুলাস।
logoblog

Thanks for reading General Knowledge Question and Answer in Bengali Language

Previous
« Prev Post

No comments:

Post a Comment