Friday 20 September 2019

21 September 2019 Current Affairs in Bengali

  Bithika       Friday 20 September 2019

21 September 2019  Current Affairs in Bengali

Tags: 21th September 2019 Bangla Current Affairs, Bengali current Affairs GK, Bangla Current Affairs GK MCQ, Current Affairs MCQ GK Question and Answer.
Hello dear students, here we are going to share 21th September, 2019 Current Affairs Question and Answer in Bengali Language.Current affairs are very important for all the Exams like UPSC, SSC, Bank, Railway, Clerk and all state level exams. 


১) সম্প্রতি সুপ্রিম কোর্টে কতজন নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে?
) পাঁচ
) চার
) দুই
) এক

উত্তরচার


২) সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
) রবার্ট ওব্রায়ান
 ) জন বোল্টন
) মাইকেল ফ্লিন ডি
) এইচআর ম্যাকমাস্টার

 উত্তর - রবার্ট ওব্রায়ান

৩) সম্প্রতি কে বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ পেয়েছেন?
) বিএস ধনোয়া
) রকেশ কুমার সিং ভাদোরিয়া
) নরেশ সোনি
) এর কোনটিই নয়

উত্তর - রকেশ কুমার সিং ভাদোরিয়া

৪) সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি জিন  আল-আবিদীন বেন আলী মারা গেছেন, তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
) মঙ্গোলিয়া
) মালয়েশিয়া
) নাইজেরিয়া
তিউনিসিয়া

 উত্তর -  তিউনিসিয়া

৫) সম্প্রতি প্রকাশিত বই 'দ্য কাজিন্স ঠাকরে' এর লেখক কে?
) ধাওয়াল কুলকারনী
) রাজ ঠাকরে
) উদ্ধব ঠাকরে
) এর কোনটিই নয়

উত্তর - ধাওয়াল কুলকার্নি

৬) সম্প্রতি প্রকাশিত ফিফার র্যা ঙ্কিংয়ে কোন ভারতীয় ফুটবল দল রয়েছে?
) ১০৩
) ১০৪
) ১০৫
) ১০৬

উত্তর – ১০৪

৭) ভারতের প্রথম কেন্দ্রীয় পুলিশ বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে?
) গ্রেটার নয়েডা
) জয়পুর
) কোটা
) কলকাতা

উত্তর - গ্রেটার নয়েডা

৮) সম্প্রতি কোন ক্রিকেটারকে  অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ICC দ্বারা এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল?
) দীনেশ মোঙ্গিয়া
) উমেশ যাদব
) আকিলা ধনঞ্জায়া
) এর কোনটিই নয়

উত্তর - অ্যাকিলা ধনঞ্জায়া
) এর কোনটিই নয়


৯) কোন প্রকল্পের আওতায় ওলা চালকদের স্বাস্থ্য সুবিধা দেওয়া হবে?
আয়ুষ্মান ভারত
জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প
ভামাশাহ স্বাস্থ্য বীমা প্রকল্প


উত্তর - আয়ুষ্মান ভারত



logoblog

Thanks for reading 21 September 2019 Current Affairs in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment