Wednesday 18 September 2019

একনজরে পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম

  Bithika       Wednesday 18 September 2019

একনজরে পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম 

Tags: Bangla General Knowledge, Bengali GK, পৃথিবীর পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর দীর্ঘতম, উচ্চতম
পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম

পৃথিবীর বৃহত্তম:

মন্দির – আঙ্কোরভাট মন্দির (কম্বােডিয়া)
মসজিদ – আল-হারাম-মসজিদ (সৌদি আরব)।
 গির্জা – সেন্ট পিটার্স ব্যাসিলিকা (রােম)।
গ্রন্থাগার – লাইব্রেরি অব কংগ্রেস (ওয়াশিংটন)।
রেলস্টেশন – গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাস (নিউইয়র্ক)
বন্দর – সাংহাই বন্দর (চিন)।
গুহা – সন-ডুং গুহা (চিন)।
সমাধিসৌধ — মিশরের পিরামিড
 উষ্ণু প্রস্রবণ – ফ্রাইং প্যান লেক (নিউজিল্যান্ড)
ঘণ্টা - মস্কোর ঘন্টা (রাশিয়া)
ঘড়ি – মক্কার রয়্যাল ক্লক টাওয়ার (সৌদি আরব)।
বৃহত্তম মরুভুমি – সাহারা মরুভূমি (আফ্রিকা)
দ্বীপ – গ্রিনল্যান্ড।
দ্বীপপুঞ্জ – ইন্দোনেশিয়া।
 গিরিখাত – গ্র্যান্ড ক্যানিয়ন (আমেরিকার কলােরাডাে নদীর ওপর)
হিমবাহ – ল্যামবার্ট হিমবাহ (আন্টার্কটিকা)
প্রবাল প্রাচীর – গ্রেট বেরিয়ার রিফ
হ্রদ – কাস্পিয়ান সাগর।
স্বাদু জলের হ্রদ – লেক সুপিরিয়ার (আমেরিকা)
বাঁধ – থ্রি-জর্জেস বাঁধ (চিন)।
চিড়িয়াখানা - হেনরি ডুর্লি চিড়িয়াখানা (আমেরিকা) হেনরি ডুলি
জাদুঘর – স্মিথসােনিয়ান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি (ওয়াশিংটন)|


দীর্ঘতম:


নদী —আফ্রিকার নীলনদ (৬,৮৫৩ কি.মি.)
প্রাচীর – চিনের প্রাচীর
রেলপথ – ট্রান্স সাইবেরিয়ান রেলপথ (রাশিয়া)
পর্বতমালা – আন্দিজ পর্বতমালা (দক্ষিণ আমেরিকা)
খাল—বেজিং হনসু গ্র্যান্ড খাল (চিন)।
ঝুলন্ত সেতু – আকাশি কাইকো ব্রিজ (জাপান)
নদী সেতু – মহাত্মা গান্ধি সেতু (ভারত)
রাজপথ – প্যান আমেরিকান হাইওয়ে
রেল সুড়ঙ্গপথ – সিকান রেল টানেল (জাপান)।
রেল প্ল্যাটফর্ম – গােরক্ষপুর রেলওয়ে স্টেশনের
প্ল্যাটফর্ম (ভারত)।
* অলিন্দ – রামেশ্বরম মন্দিরের অলিন্দ (ভারত)

উচ্চতম :


পর্বতশৃঙ্গ - মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)।
জলপ্রপাত – স্যান্টো-অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)
হদ – টিটিকাকা হ্রদ (দক্ষিণ আমেরিকা)
বাঁধ – রােগুন বাঁধ (তাজিকিস্তান)।
ঝুলন্ত সেতু – রয়্যাল জর্জ ব্রিজ (আমেরিকা)
রাজধানী – লা-পাজ (বলিভিয়া)
সেতু – মিল্যাউ ভায়াডাক্ট ব্রিজ (ফ্রান্স)।
রেলস্টেশন – দার্জিলিং-এর ঘুম (ভারত)
মূর্তি – স্প্রিং টেম্পল বুদ্ধ (চিন)
অট্টালিকা – বুর্জ খালিফা (দুবাই)
গির্জা – উলম ক্যাথিড্রাল গির্জা (জার্মানি)।
বাতিঘর - ইয়ােকোহামার বাতিঘর (জাপান)
গাছ – রেড উড ট্রি (ক্যালিফোর্নিয়া)


Download GK App: click here to download
logoblog

Thanks for reading একনজরে পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম

Previous
« Prev Post

No comments:

Post a Comment