History GK Question and Answer in Bengali Language
Tags: History GK in Bengali, History GK Question and Answer in Bengali, সাধারণ জ্ঞান 2019 ইতিহাস, Indian History GK MCQ in Bengali.
বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন ?
- রামানন্দ।
চৈতন্যদেবের জন্ম কবে হয় ?
- 1486 খ্রিস্টাব্দে।
চৈতন্যচরিতামৃত কে রচনা করেন ?
- শ্রীকৃষ্ণদাস কবিরাজ।
গুরুনানকের জন্ম কোথায় হয়েছিল ?
- পাঞ্জাবের লাহাের জেলার তালবন্দি গ্রামে।
দোহা কী ?
- কবীর কর্তৃক রচিত দুই পঙক্তির ছােটো কবিতা।
নানকের বাণী কে, কোন গ্রন্থে সংকলন করেন ?
- গুরু অর্জুন, আদি গ্রন্থে সংকলন করেন।
নানকের জন্ম কবে হয় ?
- 1469 খ্রিস্টাব্দে।
নামদেব কে ছিলেন ?
- মহারাষ্ট্রে ভক্তিবাদী আন্দোলনের নেতা।
পদ্মিনীর উপাখ্যান কে রচনা করেন ?
- মালিক মহম্মদ জায়সী।
বাংলার ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম বল।
- শ্রীচৈতন্যদেব।
বাংলার কোন সুলতান মহাভারত-এর বাংলা অনুবাদ করেছিলেন ?
- সুলতান নসরৎ শাহ।
ব্রহ্মসূত্র-এর উপর ভাষ্য কে রচনা করেন ?
- শঙ্করাচার্য।
মহারাষ্ট্রে ভক্তিবাদের প্রধান প্রচারকের নাম কী ?
- নামদেব।
কোন সুলতান জগৎগুরু নামে অভিহিত হতেন ?
- আদিল শাহ।
কোন্ মুঘল সম্রাট চিত্রশিল্পী ছিলেন ও চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?
- জাহাঙ্গীর।
কোন মুসলমান পন্ডিত রামায়ণ-এর ফরাসি অনুবাদ করেন ?
- বদাউনি।
কোন কোন ভাষার মিশ্রণে উর্দু ভাষার উদ্ভব হয় ?
- ফারসি, আরবি, তুর্কি এবং হিন্দি ভাষার মিশ্রণে।
রামায়ণ-এর বাংলা অনুবাদ কে করেন ?
- কৃত্তিবাস।
কাশ্মীরের আকবর কাকে বলা হত ?
- জৈন-উল-আবিদিনকে।
রূপ গােস্বামী কে ছিলেন ?
- হুসেন শাহ -এর মন্ত্রী।
কবীর কে ছিলেন ?
- ভক্তিবাদের একজন উদারপন্থী প্রচারক।
‘লীলাবতী’ কী ?
- একটি গণিতশাস্ত্রের গ্রন্থের নাম।
শ্রীচৈতন্যদেবের সমসাময়িক বাংলার সুলতান কে ছিলেন ?
- হুসেন শাহ।
সুফিদের প্রভাব কখন থেকে হ্রাস প্রায় ?
- চতুর্দশ শতক থেকে।
চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
-শেরশাহ ও হুমায়ুনের মধ্যে, 1539 খ্রিস্টাব্দে
চেঙ্গিস খী কে ছিলেন ?
- দুর্ধর্ষ মােঙ্গল নেতা।
হলদিঘাটের যুদ্ধে মােগলদের প্রথম সেনাপতি কে ছিলেন ?
- মানসিংহ।
হজরত মহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ?
- 570 খ্রিস্টাব্দে।
চাঁদ সুলতানা কে ছিলেন ?
- দক্ষিণাত্যে আহম্মদ নগর রাজ্যের রানি।
ছত্রশাল কে ছিলেন ?
- ঔরঙ্গজেবের সময়ে বুন্দেলা বিদ্রোহের নেতা।
জাবতি প্রথার প্রচলন কে, করেন ?
- আকবর।
জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেন ?
- শিখ গুরু অর্জুনকে।
জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী ?
- তুজুক-ই-জাহাঙ্গীরী।
জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল ?
- সেলিম।
জাহাঙ্গীরের রাজত্বকালে কোন্ ইংরেজ দূত ভারতে আসেন ?
- স্যার টমাস রাে।
জায়গির কাকে বলা হত ?
- যেসব মনসবদার নগদ টাকা বেতনের পরিবর্তে ভূমি পেত, তাকে বলা হত জায়গির।
টোডরমল কে ছিলেন ?
- আকবরের রাজস্বমন্ত্রী।
হুমায়ুন কথার অর্থ কী ?
- ভাগ্যবান।
হুসেন শাহের পুত্রের নাম কী ? - নসরৎ শাহ।
হুসেন শাহকে জনসাধারণ কী উপাধি দিয়েছিলেন ?
- নৃপতি তিলক।
বিষেন দাস কে ছিলেন ?
- একজন চিত্রশিল্পী।
শিখ ধর্মের প্রবর্তক কে ?
- গুরু নানক।
শিখ কথাটির অর্থ কী ?
- শিষ্য বা পবিত্র।
শিখদের ধর্মগ্রন্থের নাম কী ?
- গ্রন্থসাহিব।
হিন্দি সাহিত্যে দোহা রচনা করেন কে ?
- কবীর।
চিস্তি সম্প্রদায়ের একজন সাধকের নাম লেখ।
- নিজামউদ্দিন আউলিয়া।
হিন্দু দর্শন ও ভক্তিবাদের মধ্যে সেতুবন্ধনের কাজটি কে করেন ?
- রামানুজ।
হিন্দুস্তানের তােতাপাখি কাকে বলা হত ?
- আমির খসরু-কে।
No comments:
Post a Comment