Tuesday, 24 March 2020

বাংলা সাধারণ জ্ঞান(Bangla GK) প্রশ্ন ও উত্তর । পর্ব-২

  Bithika       Tuesday, 24 March 2020

 বাংলা সাধারণ জ্ঞান(Bangla GK) প্রশ্ন ও উত্তর । পর্ব-২


মরুভূমিতে জন্মানাে উদ্ভিদ কে কি বলে - জেরােফাইট।
 সবথেকে বেশী ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে - স্নেহ জাতীয়।
 সূর্যের আলাে কোন ভিটামিন সংশ্লেষে সাহয্য করে - ভিটামিন ডি।

কাগজের একটি উপাদান হল - সেলুলােজ।
 সবচেয়ে হাল্কা ধাতু কোনটি - লিথিয়াম।
 সমুদ্রে প্রচুর পরিমানে পাওয়া যায় কোনটি -সাধারণ
লবন।
ICANN এর সদর দপ্তর কোথায় আছে – নিউ ইয়র্ক।

একটি ব্যাকটেরিয়া জনিত রোগের নাম কী? - বসন্ত
 ডায়াবেটিস রােগীর মূত্রে কোনটি থাকে - গ্লকোজ।
জেনেটিক কোর্ডের আবিষ্কর্তা কে - হরগােবিন্দ খােরানা।
জেনেটিক্স শব্দের অবতারনা কে করেন - বেটেসন।

কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? - ১৯১৩ সালে
 নগ্নবীজ উদ্ভিদকে কী বলা হয়? -আদি উদ্ভিদ
জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি? - ল্যাটিন
লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? - গুল্ম জাতীয় উদ্ভিদ
 সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় - বিউটেন।
 আয়ােডিনের অভাবে কি রােগ হয় - গলগন্ড।

এছাড়াও দেখুনঃ বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর । পর্ব- ১


logoblog

Thanks for reading বাংলা সাধারণ জ্ঞান(Bangla GK) প্রশ্ন ও উত্তর । পর্ব-২

Previous
« Prev Post

No comments:

Post a Comment