Wednesday 8 April 2020

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (Bangla GK Question and Answer)- Part-3

  Bithika       Wednesday 8 April 2020

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (Bangla GK Question and Answer)- Part-3


 ইটাই ইটাই রােগটি প্রথম কবে, কোথায় ধরা পড়েছিল
- সুইডেন, ১৯৪২।

কোন ক্ষেত্রে ২০১৮ সালে নােবেল পুরস্কার দেওয়া
হয়নি - সাহিত্য।

বিমানের উপর প্রযুক্ত উত্থান বল, কার উপর নির্ভর
করে – বানৌলির নীতি।

অভিষেক নায়ার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন -
ক্রিকেট।

 একটি দোলনরত সরল দোলকের মােট শক্তি - সর্বদা
ধ্রুবক।

 সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয় - ১৮২৯।

 মূলত কার উদ্যোগে কোঠারি কমিশন গঠিত হয়েছিল
- এম.সি. চাগলা।

 দাহিকালা কোন রাজ্যের প্রাদশিক নৃত্য - মহারাষ্ট্র।

 সােলানাম লাইকোপারকিসাম, কীসের বিজ্ঞানসম্মত
নাম - টমাটো।

 কোনটি মানব দেহে ঝিল্লি হিসেবে কাজ করে -
কিডনি।

২০১৯ সালে বিশ্ব ক্ষুদা সূচকে ভারতের স্থান কত -
১০২।

বডি স্প্রে এর জন্যে ব্যবহৃত অ্যাটোমাইজারে, কোন
নীতি প্রয়ােগ করা হয় - বারনৌলির নীতি।

পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি - ঋকবেদ।

 কোশের শক্তিঘর কোনটি - মাইট্রোকন্ড্রিয়া।

কোনটি ইমালসন - দুধ।।

 ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাসােসিয়েশনের চেয়ারম্যান কে -
রজনীশ কুমার।

একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরন - পটাশিয়াম
ইউরেনিল সালফেট।

 জস বাটলার কোন দেশের ক্রিকেটার - ইংল্যান্ড।

 গ্রাহাম রিড কোন খেলার কোচিং এর সাথে যুক্ত -
হকি।

প্রয়াত নন্দন ভট্টাচার্য কোন খেলার সাথে যুক্ত
ছিলেন - টেবল টেনিস৷

এছাড়াও দেখুনঃ



logoblog

Thanks for reading সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (Bangla GK Question and Answer)- Part-3

Previous
« Prev Post

No comments:

Post a Comment