Monday 18 June 2018

Indian Economy General Knowledge Question and Answer in Bengali

  Bithika       Monday 18 June 2018
ভারতের অর্থনীতিঃ

এখানে ভারতের অর্থনীতি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া হল এবং
এর শেষে ভারতের অর্থনীতি সংক্রান্ত একটি পি ডি এফ বই লিঙ্ক-এর জুড়ে দেওয়া
হল। আশাকরি বইটি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে বিশেষ সহায়ক
হবে।
বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কতসালে বলবত করা হয়?
উঃ ১৯৭৩ সালে।
বিশ্বব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে?
উঃ ১৯৪৬ সালে।
রিজার্ভ ব্যাংক আইন কত সালে প্রণীত হয়?
উঃ ১৯৩৪ সালে।
রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কমিশন কতসালে স্থাপিত হয়?
উঃ ১৯৫৬ সালে।
‘নয়া অর্থনীতি- নয়া শিল্প নীতি’ কতসালে গৃহীত হয়?
উঃ ১৯৯১-১৯৯২ সালে।
পরিবার পরিকল্পনা কর্মসূচী কত সালে গৃহীত হয়েছিল?
উঃ ১৯৫২ সালে।
পৃথিবীতে প্রথম ১০০ টি ব্যাংকের মধ্যে কোন ভারতীয় ব্যাংকটি অন্তর্গত?
উঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
ব্যাংক অব ক্যালকাটা কতসালে স্থাপিত হয়েছিল?
উঃ ১৮০৬ সালে।
একটি প্রতক্ষ্য করের উদাহরণ দাও।
উঃ আয়কর, বিক্রয়কর।
ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন কারা?
উঃ গুপ্ত সম্রাটেরা।
ভারতে কোন টাঁকশালে মুদ্রা তৈরি করা হয়?
উঃ মুম্বাই, কলকাতা হায়দ্রাবাদ।
ভারতে প্রথম কাগজের মুদ্রা চালু করেছিলেন কারা?
উঃ ব্রিটিশ সরকাররা।
ভারত কতসালে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদ্যস্য হয়েছিল?
উঃ ১৯৪৬ সালের ১লা মার্চ।
ভারতে আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে?
উঃ ১লা এপ্রিল থেকে।
ভারতে পরিকল্পনা কমিশন কতসালে গঠিত হয়েছিল?
উঃ ১৯৫০ সালের মার্চ মাসে।
ভারতে কোন দ্রব্যটি সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
উঃ চা।
ভারতে প্রথম মুদ্রা চালু হয় কার রাজত্বকালে?
উঃ শেরশাহ সুরীর রাজত্বকালে।
কতসালে ভারতে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০৬ সালে।
কত সালে ভারতে রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়?
উঃ ১৯৩৫ সালের ১লা এপ্রিল।
কতসালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করা হয়?
উঃ ১৯৪৭ সালে।
ATM কথাটির অর্থ কী?
উঃ Automated Teller Machine.
ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
উঃ ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ।
ভারতের অর্থনীতি সংক্রান্ত সম্পূর্ণ জেনারেল নলেজ বইটি পেতে নিচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিন:

Click Here

সময় থাকলে পোস্টটি শেয়ার করুন!

Tags:indian economy,indian economy in telugu,gk question answer,gk question and answer,gk questions and answers,indian economy questions and answers,indian economy questions and answers 2015,indian economy important questions and answers,indian economy objective questions and answers,indian history questions and answers pdf,indian history gk questions and answers in hindi
logoblog

Thanks for reading Indian Economy General Knowledge Question and Answer in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment