Sunday 17 June 2018

Bengali GK Quiz Question and Answer on Religion

  Bithika       Sunday 17 June 2018
ধর্ম সংক্রান্ত বাংলা জিকে:

১) হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থগুলির নাম কী কী?
উঃ বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত প্রভৃতি।
২) বেদ কত প্রকার ও কী কী?
উঃ ঋক, সাম, যজু ও অথর্ব।
৩) বেদের অপর নাম কী?
উঃ শ্রুতি।
৪) রামায়ণের রচয়িতা কে?
উঃ মহর্ষি বাল্মিকী।
৫) মহাভারতের রচয়িতা কে?
উঃ মহর্ষি বেদব্যাস।
৬) মহাভারতে কতগুলি শ্লোক আছে?
উঃ ১ লক্ষ।
৭) ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম কী?
উঃ কোরাণ।
৮) কোরাণ কোন ভাষায় লিখিত?
উঃ আরবি ভাষায়।
৯) হজরত মহম্মদ কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ মক্কায়(৫৭০ খ্রীষ্টাব্দে)|
১০) কোন মুসলমান শ্রী চৈতন্যদেবের প্রিয় শিষ্য ছিলেন?
উঃ যবন হরিদাস।
১১) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
উঃ ত্রিপিটক।
১২) বৌদ্ধধর্ম কে প্রবর্তন করেন?
উঃ গৌতম।
১৩) গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ নেপালের কপিলাবস্তু নগরে জন্মগ্রহণ করেন।
১৪) জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী?
উঃ সিদ্ধান্ত কল্পসূত্র।
১৫) জৈন ধর্মের প্রবর্তকের নাম কী?
উঃ মহাবীর।
১৬) জৈনদের শেষ তীর্থংকরের নাম কী?
উঃ মহাবীর।
১৭) বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?
উঃ শ্রী চৈতন্যদেব।
১৮) চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ নবদ্বীপে(১৪৮৫ খ্রীষ্টাব্দে)।
১৯) শ্রীচৈতন্য কার কাছে দীক্ষাপ্রাপ্ত হন?
উঃ ঈশ্বরপুরীর নিকট।
২০) বৈষ্ণব ধর্মের মূল কথা কী?
উঃ ঈশ্বরভক্তি ও জীবে প্রেম।
২১) শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
উঃ গ্রন্থ সাহেব।
২২) শিখ ধর্মের প্রবর্তক কে?
উঃ গুরু নানক।
২৩) শিখদের দশম বা শেষ গুরুর নাম কী?
উঃ গুরু গোবিন্দ সিংহ।
২৪) খ্রীষ্টধর্মের ধর্মগ্রন্থের নাম কী?
উঃ বাইবেল।
২৫) জিশুখ্রীষ্ট কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ জেরুজালেম শহরে।
২৬) ব্রাহ্ম ধর্মের ধর্মগ্রন্থের নাম কী?
উঃ ব্রাহ্ম সংগীত।
২৭) ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে?
উঃ রাজা রামমোহন রায়।

logoblog

Thanks for reading Bengali GK Quiz Question and Answer on Religion

Previous
« Prev Post

No comments:

Post a Comment