Monday, 2 July 2018

Railway Group D Important Question and Answer in Bengali

  Bithika       Monday, 2 July 2018

Railway Group D Important Question and Answer in Bengali



রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু গুরুত্ব-পূর্ণ প্রশ্ন  ও  উত্তরঃ

জল-দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন সালে আইন প্রণয়ন করা হয়?
উঃ ১৯৭৪ সালে।

সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি?
উঃ জাপান।

সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিলো?
উঃ ব্রাজিলে।


ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়?
ঊঃ হরিয়ানা।

 বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
উঃ 16ই অক্টোবর।

 ভারতের কোন রাজ্যকে 'টাইগার স্টেট' বলা হয়?
উঃ  মধ্যপ্রদেশ।

সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?
উঃ আফ্রিকায়।

 কোন ভারতীয় কে সাম্মানিক অস্কার পুরস্কার দেওয়া হয়?
  উঃ সত্যজিৎ রায়।

গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
উঃ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে।


 'নামদফা ন্যাশনাল পার্ক 'কোন রাজ্যে অবস্থিত?
উঃ  অরুণাচলপ্রদেশ।

শীতল মরুভূমি দেখা যায় কোথায়?
উঃ সাইবেরিয়াতে।

 সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
  উঃ রেডন।

 সর্দি হয় কোন ভিটামিনেরঅভাবে?
 উঃ ভিটামিন 'সি'।

 গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
 উঃ ম্যানোমিটার।

 কানহা জাতীয় উদ্যান অবস্থিত?
উঃ  মধ্যপ্রদেশে।

 পেট্রোলের অপর নাম কি?
 উঃ গ্যাসোলিন।

 মানুষের রক্তের pH কত?
উঃ  7.4 ।

 স্যাকারিন প্রস্তুত হয় কি হতে?
 উঃ টলুইন ।

 জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়?
 উঃ 1972 সালে ।

 জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
 উঃ কার্বনেট।

 মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
উঃ  টায়ালিন।

 আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
উঃ  ম্যাক্স প্লাঙ্ক।

  ভিটামিন 'ই' কোন কাজে সহায়তা করে?
 উঃ প্রজননে।

 আলো সাতটি বর্ণের সমষ্টি - এটি প্রমাণ করেন কে?

উঃ আইজ্যাক নিউটন।

 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত
উঃ সুন্দরবনে ।

গ্রীণ বেঞ্চ কতসালে গঠিত হয়?
উঃ ১৯৮৬ সালে।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত
উঃ অসমে।

 নেশা সামগ্রী 'আফিমের' মূল উৎস কী ?
উঃ পপি।
 কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উঃ এন্টিমনি।

 ডিনামাইট কে আবিষ্কার করেন ?
উঃ আলফ্রেড নোবেল।

 ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায়?
উঃ আফ্রিকার দক্ষিণে জাম্বেজি নদীর উপর।

 উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে?
উঃ  গ্রাফাইট।

নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
 ঊঃ হাডসন।

 রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে?
উঃ গলগণ্ড রোগ নির্ণয়ে।

পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ
উঃ ব্রাজিল ।

লেখার চক কী দিয়ে তৈরি?
উঃ ক্যালসিয়াম সালফেট।

সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
উঃ লিথিয়াম।

লাফিং গ্যাস কি?
উঃ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে।
এটি হাস্য উদ্দীপক।

টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয়?
উঃ মাইক্রোওয়েব।

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র?
উঃ স্ফিগমোম্যানোমিটার।

 জলের গভীরতা মাপক একক কী?
উঃ ফ্যাদম।

কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী?
উঃ ফিলিস্তিন।

 বাষ্পমোচন হার মাপার যন্ত্রের নাম কি?
উঃ গ্যানং পোটোমিটার।

শক্তির অপ্রচলিত উৎসগুলির একটি উদাহরণ দাও।
উঃ জলবিদ্যুৎ শক্তি।

গ্রীন হাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?
উঃ কার্বন ডাই অক্সাইড।

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ২০১৮ এর সম্ভাব্য প্রশ্ন ও উত্তর গুলি পেতে হলে এখান থেকে
ডাউনলোড করে নিন-


ক্লিক করুন


***এই প্রশ্ন  ও উত্তরগুলি সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।

এই রকম আরও অনেক প্রশ্ন  উত্তর পাওয়ার জন্য শেয়ার করে আমাদের উৎসাহিত করুন।

logoblog

Thanks for reading Railway Group D Important Question and Answer in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment