Sunday 17 June 2018

Railway Group- D GK Solve in Bengali

  Bithika       Sunday 17 June 2018
Railway Group- D GK Solve in Bengali
Download Railway Group D GK 
রেলের গ্রুপ- ডি পরীক্ষা প্রস্তুতিঃ
এখানে রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষা প্রস্তুতি তথা অন্যান্য যেকোন প্রতিযোগীতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন ও উত্তর তৈরি করে দেওয়া হল এবং শেষে মাল্টিপল চয়েস প্রশ্ন-উত্তর সম্বলিত একটি পি ডি এফ বইয়ের লিঙ্ক সংযোজন করা হল।
১) বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম কী?
উঃ অ্যানিমোমিটার।
২) মোটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্রটির নাম কী?
উঃ ওডোমিটার।
৩)  হাইড্রোমিটার কী?
উঃ তরল পদার্থের ঘনত্ব পরিমাপ করার যন্ত্র।
৪) ‘’বরফকে জলে পরিণত করা’’- এটা কী ধরণের পরিবর্তন?
উঃ ভৌত পরিবর্তন।
৫) লোহাতে মরিচা ধরা- এটা কী ধরণের পরিবর্তন?
উঃ রাসায়নিক পরিবর্তন।
৬) নিউট্রনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও।
উঃ হাইড্রোজেন পরমাণু।
৭) জলে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
উঃ ১:২
৮) ফিউজ তার কোন সংকর ধাতু দিয়ে তৈরি?
উঃ টিন বা সীসা।
৯) কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?
উঃ হার্জ।
১০) শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
উঃ কঠিন।
১১) কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উঃ কালো।
১২) দুরত্বের সবচেয়ে বড় এককের উদাহরণ দাও।
উঃ পারসেক।
১৩) কোন বর্ণের প্রতিসরণ সবচেয়ে বেশি?
উঃ বেগুনি।
১৪) একটি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
উঃ রেডন।
১৫) আপেলে কী অ্যাসিড থাকে?
উঃ ম্যালিক অ্যাসিড।
১৬) ‘লাল পচা’ কোন ফসলের রোগ?
উঃ আখ।
১৭) আদা কী ধরণের কান্ড?
উঃ গ্রন্থি কান্ড।
১৮) মাকড়সার কটি পা থাকে?
উঃ ৮ টি।
১৯) ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
উঃ অগ্ন্যাশয়।
২০) দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উঃ লর্ড লিটন।

সম্পূর্ণ বইটি ডাউনলোড করুন এখান থেকে-
ক্লিক করুন এখানে

বিশেষ দ্রষ্টব্যঃ উপরিক্ত প্রশ্ন ও উত্তরগুলির সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি পারেন এই পোষ্টটি শেয়ার করবেন যাতে আপনার/আপনাদের বাকী বন্ধুরা অথবা ভাই-বোনরা এই সাইটের জিকে প্রস্তুতি থেকে বঞ্চিত না হয়।

logoblog

Thanks for reading Railway Group- D GK Solve in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment