Monday, 25 March 2019

সাধারণ জ্ঞান(Bengali GK): পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম, জেলাসদর, আয়তন ও প্রতিষ্ঠা

  Bithika       Monday, 25 March 2019

সাধারণ জ্ঞান(Bengali GK): পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম, জেলাসদর, আয়তন ও প্রতিষ্ঠা


১৯৪৭ সালে, যখন ভারত স্বাধীনতা করে, তখন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ বিভাজনের পরিকল্পনা অনুযায়ী উক্ত প্রদেশের ১৪টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়। ১৯৫০ খ্রিস্টাব্দে পূর্বতন দেশীয় রাজ্য কোচবিহার একটি জেলা রূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ১৯৫৪ খ্রিস্টাব্দে পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর রাজ্যের হুগলি জেলার একটি অংশরূপে যুক্ত হয়।১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী, পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি ঘটে এবং বিহারের অপর একটি অংশ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়।পরবর্তীকালে পশ্চিম দিনাজপুর, মেদিনীপুর, চব্বিশ পরগনা, ও জলপাইগুড়ি জেলার মতো বৃহদাকার জেলাগুলিকে দ্বিধাবিভক্ত করা হয়।
বর্তমানে পশ্চিমবঙ্গ ৫টি বিভাগ ও ২৩টি জেলায় বিভক্ত :

★★★এক নজরে পশ্চিমবঙ্গ:

➥আয়তন – ৮৮,৭৫২ বর্গকিমি।
➥অবস্থান – পূর্ব ভারত।
➥প্রতিবেশী রাজ্য – বিহার, ঝাড়খন্ড , অসম , সিকিম ও উড়িষ্যা।
➥জনসংখ্যা – ৯,১৩,৪৭,৭৩৭ ( ২০১১ জনগণনা ) .
➥রাজধানী – কোলকাতা।
➥উচ্চতম শৃঙ্গ – সান্দাকফু।
➥লোকসভার আসন – ৪২
➥রাজ্যসভায় আসন – ১৬
➥জেলা – ২৩ টি।
➥বৃহত্তম জেলা – দক্ষিণ ২৪ পরগনা।
➥ক্ষুদ্রতম জেলা – কলকাতা।


১. আলিপুরদুয়ার
জেলাসদর – আলিপুরদুয়ার।

প্রতিষ্ঠা – ২০১৪

আয়তন – ৩,৩৮৩ বর্গকিলোমিটার।

২. উত্তর চব্বিশ পরগনা
জেলাসদর – বারাসত

প্রতিষ্ঠা – ১৯৮৬

আয়তন – ৪,০৯৪ বর্গকিলোমিটার

৩. উত্তর দিনাজপুর
জেলাসদর – রায়গঞ্জ

প্রতিষ্ঠা – ১৯৯২

আয়তন – ৩,১৪০ বর্গকিলোমিটার।

৪. কোলকাতা
জেলাসদর – কলকাতা

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ১৮৫ বর্গকিলোমিটার

৫. কালিম্পঙ
জেলাসদর – কালিম্পঙ

প্রতিষ্ঠা – ২০১৭

আয়তন – ১,০৪৪ বর্গকিলোমিটার

৬. কোচবিহার
জেলাসদর – কোচবিহার

প্রতিষ্ঠা – ১৯৫০

আয়তন – ৩,৩৮৭ বর্গকিলোমিটার।

৭. জলপাইগুড়ি
জেলাসদর – জলপাইগুড়ি

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৬,২২৭ বর্গকিলোমিটার

৮. ঝাড়গ্রাম
জেলাসদর – ঝাড়গ্রাম

প্রতিষ্ঠা – ২০১৭

আয়তন – ৩,০৩৭

৯. দক্ষিণ চব্বিশ পরগনা
জেলাসদর – আলিপুর

প্রতিষ্ঠা – ১৯৮৬

আয়তন – ৯,৯৬০ বর্গকিলোমিটার

১০. দক্ষিণ দিনাজপুর
জেলাসদর – বালুরঘাট

প্রতিষ্ঠা – ১৯৯২

আয়তন – ২,২১৯ বর্গকিলোমিটার।

১১. দার্জিলিং
জেলাসদর – দার্জিলিং

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৩,১৪৯ বর্গকিলোমিটার।

১২. নদীয়া
জেলাসদর – কৃষ্ণনগর

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৩,৯২৭ বর্গকিলোমিটার।

১৩. পশ্চিম বর্ধমান
জেলাসদর – আসানসোল

প্রতিষ্ঠা – ২০১৭

আয়তন –

১৪. পশ্চিম মেদিনীপুর
জেলাসদর – মেদিনীপুর

প্রতিষ্ঠা – ২০০২

আয়তন – ৯,২৯৬ বর্গকিলোমিটার।

১৫. পুরুলিয়া
জেলাসদর – পুরুলিয়া

প্রতিষ্ঠা – ১৯৫৬

আয়তন – ৬,২৫৯ বর্গকিলোমিটার।

১৬. পূর্ব বর্ধমান
জেলাসদর – বর্ধমান

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৭, ০২৪ বর্গকিলোমিটার।

১৭. পূর্ব মেদিনীপুর
জেলাসদর – তমলুক

প্রতিষ্ঠা – ২০০২

আয়তন – ৪,৭৮৫ বর্গকিলোমিটার।

১৮. বাঁকুড়া
জেলাসদর – বাঁকুড়া

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৬,৮৮২ বর্গকিলোমিটার।

১৯. বীরভূম
জেলাসদর – সিউড়ি

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৪,৫৪৫ বর্গকিলোমিটার।

২০. মালদা
জেলাসদর – ইংলিশ বাজার

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৩,৭৩৩ বর্গকিলোমিটার।

২১. মুর্শিদাবাদ
জেলাসদর – বহরমপুর

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৫,৩২৪ বর্গকিলোমিটার।

২২. হাওড়া
জেলাসদর – হাওড়া

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ১,৪৬৭ বর্গকিলোমিটার।

২৩. হুগলি
জেলাসদর – চুঁচড়া

প্রতিষ্ঠা – ১৯৪৭

আয়তন – ৩,১৪৯ বর্গকিলোমিটার

Tags: west bengal gk in bengali,west bengal gk,west bengal,gk in bengali,bengali gk,gk of west bengal,west bengal gk pdf,west bengal geography mcq in bengali,bengal,west bengal civil service,geography most important gk in bengali,west bengal gk in bengali question,gk about west bengal,gk for west bengal,gk of west bengal 2018,west bengal gk book,west bengal gk- 100 gk

logoblog

Thanks for reading সাধারণ জ্ঞান(Bengali GK): পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম, জেলাসদর, আয়তন ও প্রতিষ্ঠা

Previous
« Prev Post

No comments:

Post a Comment