Friday, 25 May 2018

2019 Madhyamik Life Science Short Question and Answer

  Bithika       Friday, 25 May 2018
১) জনন কাকে বলে?

উঃ যে পদ্ধতিতে একটি জীব থেকে সম আকৃতি ও সমসত্তাবিশিষ্ট এক বা একাধিক অপত্য জীবের আবির্ভাব ঘটে এবং পৃথিবীতে প্রজাতির ধারাবাহিকতা ও অস্তিস্ত্ব বজায় থাকে তাকে জনন বলে।

২) জনন কত প্রকার ও কি কি?

উঃ জনন চার প্রকার, যথা- অঙ্গজ বংশবিস্তার, অযৌন জনন, যৌন জনন এবং অপুংজনি।

৩) অঙ্গজ জনন কাকে বলে উদাহরণ দাও।

উঃ  যে জনন প্রক্রিয়ায় পরিণত জনিতৃ জীবের কোন অঙ্গ বা অংশবিশেষ পৃথক হয়ে কোশবিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজ জনন বলে। উদা- গোলাপ, ডালিয়া, জুঁই , বেলা ইত্যাদি।

৪) অযৌন জনন কাকে বলে উদাহরণ দাও।

যে জনন প্রক্রিয়ায় গ্যামেটের মিলন ছাড়াই একটি জনিতৃ জীব থেকে দেহকোষের বিভাজনের মাধ্যমে বা রেণুর সাহায্যে অপত্য জীব তৈরি হয়, তাকে অযৌন জনন বলে।

৫)  অপুংজনি কাকে বলে উদাহরণ দাও।

উঃ অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ ও অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে অপুংজনি বলে। উদা- মৌমাছি, অ্যাফিড ইত্যাদি প্রাণী এবং স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি উদ্ভিদে অপুংজনি পরিলক্ষিত হয়।

৬) অযৌন জনন কাকে বলে উদাহরণ দাও।

উঃ

৭) জনুক্রম কাকে বলে?

উঃ জীবের জীবনচক্রে ডিপ্লয়েড(2n) ও হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।

8) একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে ও কি কি?

উঃ একটি আদর্শ ফুলের চারটি স্তবক থাকে। যথা- বৃতি, দলমন্ডল, পুংকেশর ও গর্ভকেশর।

৫) স্বপরাগযোগ কাকে বলে উদাহরণ দাও।

উঃ  যে পরাগযোগে একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের বা ওই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হয়, তাকে স্বপরাগযোগ বলে। উদা- সন্ধ্যামালতী, রঙ্গন, দোপাটি ইত্যাদি উদ্ভিদে স্বপরাগযোগ দেখা যায়।

৬) ইতর পরাগযোগ কাকে বলে উদাহরণ দাও।

উঃ যে পরাগযোগে একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু অন্য একটি সমপ্রজাতির উদ্ভিদের ফুলের পরাগরেণু অন্য একটি সমপ্রজাতির উদ্ভিদের ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হয়, তাকে ইতর পরাগযোগ বলে। উদা- সূর্যমুখী, ঘেঁটু , আকন্দ ইত্যাদি উদ্ভিদ।

৭) নিষেক কাকে বলে?

উঃ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে।

৮) মানব বিকাশের কয়টি দশা ও কি কি?

উঃ মানব বিকাশের পাচটি দশা। যথা- সদ্যোজাত, শৈশব, বয়সন্ধি, পরিণত দশা এবং অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য।

৯) মানব বিকাশের বয়সন্ধিকালের সময়কাল কত?

উঃ ১১ থেকে ১৮ বছর।

১০) মানব বিকাশের শৈশব দশার সময়কাল কত?

উঃ  ২ থেকে ১১ বছর।

১১) একটি বায়ুপরাগী উদ্ভিদের উদাহরণ দাও।

উঃ ধান, গম, ভুট্টা ইত্যাদি।

১২) একটি জলপরাগী উদ্ভিদের উদাহরণ দাও।

উঃ পাতাঝাজি, পাতাশ্যাওলা।

১৩) একটি পতঙ্গ পরাগী উদ্ভিদের উদাহরণ দাও।

উঃ আম, পদ্ম, অতসী, জবা, অর্কিড, সূর্যমুখী ইত্যাদি।

১৪) একটি পক্ষী পরাগী উদ্ভিদের উদাহরণ দাও।

উঃ শিমুল, পলাশ, মাদার ইত্যাদি।

১৫)  বহিনিষেক সম্পন্নকারী একটি প্রাণীর নাম লেখো।

উঃ মাছ।

১৬) পাতার মাধ্যমে বংশবিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম লেখো।

উঃ পাথরকুচি|

Download this Question Answer as PDF from here: Click Now







logoblog

Thanks for reading 2019 Madhyamik Life Science Short Question and Answer

Previous
« Prev Post

No comments:

Post a Comment