Friday 25 May 2018

2019 Madhyamik Physical Science Question Answer | Chapter 6

  Bithika       Friday 25 May 2018
এখানে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের(নতুন সিলেবাস) ষষ্ঠ অধ্যায়ঃ চলতড়িৎ থেকে এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের Madhyamik Test Papers থেকে নেওয়া কিছু প্রশ্নের উত্তর তৈরি করে দেওয়া হল যা পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীষণ কাজে ্লাগবে।
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী(VSA):

১) তড়িতাধানের এস আই এককটি লেখো।

উঃ কুলম্ব।

২) তড়িৎবিভবের এস আই ও ব্যবহারিক এককটি লেখো।

উঃ ভোল্ট।

৩) তড়িৎচ্চালক বলের এস আই ও ব্যবহারিক লেখো।

উঃ ভোল্ট।

৪) তড়িৎপ্রবাহমাত্রার এস আই ও ব্যবহারিক একক লেখো।

উঃ অ্যাম্পিয়ার।

৫) রোধের এস আই ও ব্যবহারিক এককটি লেখো।

উঃ ওহম।

৬) ফিউজ তারকে বর্তনীর কোন সমবায়ের সঙ্গে যুক্ত হয়?

উঃ শ্রেণি সমবায়ে।

৭) ফিউজ তারের বৈশিষ্ট্য কি?

উঃ রোধাঙ্ক উচ্চমানের এবং গলনাঙ্ক কম।

৮) বৈদ্যুতিক ইস্ত্রির কুন্ডলী কোন ধাতু দিয়ে তৈরি?

উঃ নাইক্রোম তার।

৯) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?

উঃ উলফ্রেমাইট নামে সংকর ধাতু দিয়ে তৈরি।

১০) ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রুপান্তর ঘটে?

উঃ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি।

১১) BOT এর পুরো নাম লেখ।

উঃ বোর্ড অফ ট্রেড ইউনিট।(Board of Trade Unit).

১২) বার্লোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?

উঃ তড়িৎশক্তি যান্ত্রিকশক্তি তথা গতিওশক্তিতে রুপান্তরিত হয়।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী(LA):

১) তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখ।
উঃ

২) ফিউজ তারের কার্যনীতি লেখ।

উঃ ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎপ্রবাহ বহনে সক্ষম হয়। কোন কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎপ্রবাহ খুব বেড়ে গেলে বা শর্ট সার্কিট হলে ফিউজ তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা সীমা অতিক্রম করে, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে ফিউজ তার গলে গিয়ে ঔই লাইনের সংযোগ বিচ্ছন্ন করে। ফলে আগুন ধরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে।

৩) পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

উঃ

কোনো পরিবাহীর রোধ চারটি বিষয়ের ওপর নির্ভর করে। যথা:

ক) পরিবাহীর  দৈর্ঘ্য

খ)  পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল:

গ)  পরিবাহীর উপাদান ও

ঘ) পরিবাহীর তাপমাত্রা।

৪) তড়িৎচ্চালক বল ও বিভবপ্রভেদের মধ্যে পার্থক্য লেখ।

উঃ
logoblog

Thanks for reading 2019 Madhyamik Physical Science Question Answer | Chapter 6

Previous
« Prev Post

No comments:

Post a Comment