Tuesday 5 June 2018

Chemistry GK in Bengali

  Bithika       Tuesday 5 June 2018
Chemistry GK in Bengali, General Knowledge Question Answer on Chemistry in Bengali, Chemistry GK Question and Answer in Bengali Language, GK Practice on Chemistry in Bengali.
১) ভিনিগারের অপর নাম কী?
উঃ অ্যাসেটিক অ্যাসিড।

২) মিউরিয়াটিক অ্যাসিডের সংকেত কী?

উঃ HCl

৩) বিশুদ্ধ জলের pH এর মান কত?
উঃ 7

৪) মিল্ক অব ম্যাগনেশিয়া কী?
উঃ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড।

৫) তাপ ও তড়িতের কু-পরিবাহী এমন একটি পদার্থের নাম লেখো।
উঃ অভ্র।

৬) তামার প্রধান আকরিকটির নাম লেখো।
উঃ জিংকব্লেন্ড।

৭) ডিনামাইট প্রস্তুত করতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়?
উঃ গ্লিসারল।

৮) তড়িতের সর্বোত্তম পরিবাহী ধাতু কোনটি?
উঃ রুপা।

৯) তড়িৎ বিয়োজন তত্ত্বটির প্রবক্তা কে?
উঃ আরহেনিয়াস।

১০) অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য ব্যবহৃত পদার্থটির নাম লেখো।
উও পোড়াচুন।

১১) অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটির নাম লেখো।
উঃ বক্সাইট।

১২) চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী ? 
উঃ  চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে । 

১৩) স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ?
 উঃ নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে । 

 ১৪) ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম কী ? 
 উঃ ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম হল সালফার ট্রাই-অক্সাইড (SO3) ।

১৫) অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কী ? 
 উঃ তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের (HNO3) মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে ।

১৬) অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো ।
উঃ  সালফিউরিক অ্যাসিড এবং এর সংকেত হল H2SO4 ।

 ১৭) অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো । 
 উ: অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম হল নাইট্রিক অ্যাসিড এবং এর সংকেত হল HNO3 ।

১৮) একটি বায়ু দূষক গ্যাসের নাম লেখো ?
 উঃ সালফার ডাই-অক্সাইড (SO2) । 

১৯) একটি বরধাতুর নাম লেখো।
উঃ প্লাটিনাম।
২০) একটি জারক অ্যাসিডের নাম লেখো।
উঃ নাইট্রিক অ্যাসিড।

২১) একটি অজারক অ্যাসিডের নাম লেখো।
উঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড।

২২) অম্ল বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো।
উঃ সালফার ডাই অক্সাইড।

২৩) তীব্র জল শোষক অ্যাসিডটির নাম লেখো।
উঃ গাঢ় সালফিউরিক অ্যাসিড।

২৪) বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
উঃ মিউরিয়াটিক অ্যাসিড।

২৫) একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো।
উঃ ক্রিপটন।

২৬) একটি জৈব সারের নাম লেখো।
উঃ ইউরিয়া।

২৭) একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও।
উঃ CaCl2.

২৮) একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উঃ খাদ্যলবণ।

২৯) একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উঃ C6H6

৩০) মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়?
উঃ HCl


বি.দ্রঃ এই জিকে প্রশ্ন ও উত্তর সংক্রান্ত যদি কোন বলার থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন।

logoblog

Thanks for reading Chemistry GK in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment